Advertisement
Advertisement

Breaking News

২ দিন পর বারাকপুর কাণ্ডে প্রথম গ্রেপ্তারি, হাওড়া থেকে পুলিশের জালে অভিযুক্ত সানি

টিটাগড় থানায় আনা হয়েছে ধৃতকে।

One accused arrested in Barrackpore murder case | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 26, 2023 11:34 am
  • Updated:May 26, 2023 11:34 am

অর্ণব দাস, বারাকপুর: ২ দিন পর বারাকপুর কাণ্ডে প্রথম গ্রেপ্তারি। পুলিশের জালে অভিযুক্ত সানি। হওড়া (Howrah) থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নিয়ে আসা হয়েছে টিটাগড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি ৩ অভিযুক্তের সন্ধানে পুলিশ। 

উল্লেখ্য, বারাকপুরের ১৪ নম্বর রেলগেট সংলগ্ন ওল্ড ক্যালকাটা রোডের ধারেই রয়েছে সিংহ জুয়েলার্স। বুধবার সোনার দোকানে ছিলেন মালিক নীলরতন সিনহা, তাঁর ছেলে নীলাদ্রি এবং অন্যান্য কর্মচারীরা। স্থানীয়রা জানান, সন্ধে ৬টা নাগাদ দু’টি বাইকে করে চারজন এসে দোকানে ঢোকে। তাদের মুখে মাস্ক পরা ছিল। সেই সময় দোকানে অন্য কোনও ক্রেতা ছিল না বলেই খবর। ক্রেতা সেজে তারা প্রথমে সোনার দরদাম শুরু করে। অভিযোগ, তাদের মধ্যে একজন আচমকা আগ্নেয়াস্ত্র বের করে সোনার গয়না দিয়ে দিতে বলে।

Advertisement

[আরও পড়ুন: রাতারাতি তৈরি স্বাস্থ্যসাথী কার্ড! হার্টের অসুখে আক্রান্তকে সুস্থ জীবনে ফেরালেন অভিষেক]

দোকানের মালিক রাজি না হলে এক দুষ্কৃতী জোর করে সোনার গয়না বের করার চেষ্টা করে। তখন মালিকের ছেলে নীলাদ্রি বাধা দিলে আরেক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর কাঁধে বুকে কয়েকটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে নীলরতন দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়েন। তখন নীলরতনকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। তার হাঁটুর উপরের অংশে গুলি লাগে। নিরাপত্তারক্ষী দিলীপ সাহা মালিককে বাঁচাতে গেলে তারও পায়ে গুলি চালানো হয়। মৃত্যু হল নিলাদ্রীর। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড়। ঘটনার ২ দিনের মাথায় গ্রেপ্তার ১। 

Advertisement

[আরও পড়ুন: ‘রাষ্ট্রপতি তফসিলি সম্প্রদায়ের বলে আমন্ত্রিত নন?’, নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিস্ফোরক অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ