Advertisement
Advertisement

Breaking News

সরকারি সম্পত্তি যে নষ্ট করবে ক্ষতিপূরণ তাকেই দিতে হবে: মুখ্যমন্ত্রী

এবার থেকে যে সরকারি সম্পত্তি যে নষ্ট করবে, ক্ষতিপূরণ তাকেই দিতে হবে৷ এ বিষয়ে আইন আনারও ভাবনা আছে মুখ্যমন্ত্রীর৷

One has to compensate who will destroy govt property says CM Mamata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 5:27 pm
  • Updated:September 12, 2016 5:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে ধর্মকে ভিত্তি করে চলতে থাকা ভাঙনের রাজনীতিতে তিতিবিরক্ত মুখ্যমন্ত্রী৷ সম্প্রতি এক ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে রাজ্যের ঢোলাহাট৷ পুলিশের গাড়ি তো বটেই, ভাঙচুর চলেছে গ্রামের মানুষের বাড়িতেও৷ আর তাই কুরবানি ইদের প্রাক্কালে সাম্প্রদায়িক উত্তেজনায় রাশ টানতে কঠোর হলেন মুখ্যমন্ত্রী৷ স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে যে সরকারি সম্পত্তি নষ্ট করবে, ক্ষতিপূরণ তাকেই দিতে হবে৷ এ বিষয়ে আইন আনারও ভাবনা আছে মুখ্যমন্ত্রীর৷

এদিন সিঙ্গুরে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকশেষে জানান, বুধবার ৮০০ জন কৃষকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে৷ কাজের অগ্রগতির খবর দিয়ে জানান, ইতিমধ্যেই ৯১১৭টি দলিল ও পড়চা তৈরি হয়ে গিয়েছে৷ সিঙ্গুরে জমিকে চাষযোগ্য করে তুলে কৃষকদের হাতে তুলে দিতে যতদিন সময় লাগবে ততদিন পর্যন্ত ২ টাকা কেজি দরে চাল ও ২০০০ টাকা করে অনুদানের সুবিধা চলতে থাকবে বলেও ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ এছাড়া এদিন রাজ্যের অন্যান্য শিল্প সম্ভাবনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য যে এখন বিনিয়োগের উপযোগী হয়ে উঠেছে তা মিউনিখে শিল্পকর্তারা বুঝেছেন বলেই জানান তিনি৷

Advertisement

সিঙ্গুরের পাশাপাশি ধর্মের নামে চলতে থাকা রাজনীতিকেও এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ নাম না করে কিছু দলের উদ্দেশে তিনি বলেন, তাদের কাজই হল ধর্মীয় বিভেদে ইন্ধন দেওয়া৷ মতাদর্শগত ফারাক থাকতে পারে, কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোনও দলীয় মদতে ধর্মের রাজনীতি যে বরদাস্ত করা হবে না তা এদিন সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর মতে, খাদ্যরুচি প্রত্যেকের নিজস্ব৷ কে গোমাংস খাবেন আর কে খাবেন না, তা ব্যক্তিগত পছন্দের বিষয়৷ কিন্তু এই ধুয়ো তুলে রাজ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হলে, তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর৷ পাশাপাশি তিনি বলেন, এখন যে কোনও ঘটনার উপরই ধর্মের চাদর চাপিয়ে দেখার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে, তাও অনভিপ্রেত৷ পুলিশের গাড়িতে আগুন বা ধর্মের নামে কোনও এলাকায় বাড়ি ভাঙচুরের যে ঘটনা নজরে পড়ছে সে ব্যাপারেই এবার রাজ্য সরকারের কঠোর হওয়ারও ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দিলেন, এবার থেকে যে সরকারি সম্পত্তি নষ্ট করবে ক্ষতিপূরণ তাকেই দিতে হবে৷ ঔদার্যের ঐতিহ্য তুলে ধরে ইদের প্রাক্কালে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখারই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ