Advertisement
Advertisement
Abhishek Banerjee

মন নেই ‘মন কি বাত’-এ, অভিষেকের সঙ্গে দেখা করার জন্য কলকাতা এলেন না শিল্পী মঙ্গলাকান্ত

ময়নাগুড়ির জটিলেশ্বর মন্দিরে তাঁকে সংবর্ধনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Padmasree Mangalakanta Roy meets Abhishek Banerjee and tell about the problem, misses flight to Kolkata for 'Man Ki Baat' | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 29, 2023 4:16 pm
  • Updated:April 29, 2023 6:21 pm  

শান্তনু কর ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, ময়নাগুড়ি: ‘মন কি বাত’ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করেই মনের কথা বলতে চেয়েছিলেন শতায়ু ‘পদ্মশ্রী’প্রাপ্ত শিল্পী মঙ্গলাকান্ত রায়। শনিবার তিনি করলেনও তাই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ডাকে সাড়া দিয়ে ময়নাগুড়ির বাড়ি থেকে তিনি দেখা করতে গেলেন জটিলেশ্বর মন্দিরে। সেখানে অভিষেকের হাত থেকে গ্রহণ করলেন সংবর্ধনা। আর সেই কারণে প্রধানমন্ত্রী মোদির অনুরোধ এড়িয়ে বিমানের টিকিট থাকা সত্ত্বেও কলকাতা এলেন না শিল্পী। রাতে ট্রেনে তাঁকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

১০০ তম প্রধানমন্ত্রী মোদির ‘মন কি বাত’ (Man ki Baat) সম্প্রচারিত হবে রবিবার। সেই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট মানুষজনকে শামিল করতে আগ্রহী কেন্দ্র। সেই কারণে তাঁদের বিশেষ বার্তাও পাঠানো হয়েছে। জলপাইগুড়ির বিখ্যাত সারিন্দা শিল্পী ‘পদ্মশ্রী’ (Padmasree) প্রাপ্ত ১০৩ বছরের মঙ্গলাকান্ত রায়কে অনুরোধ জানানো হয়েছিল, তিনি যাতে অল ইন্ডিয়া রেডিও স্টেশনে বসে ‘মন কি বাত’ শোনেন। সেইমতো বিমানের (Flight) টিকিটও পাঠানো হয়েছিল। শনিবার দুপুর ২টো ৪০ মিনিটে বিমান ছিল বাগডোগরা থেকে। এদিকে দুপুরের দিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ‘জনসংযোগ যাত্রা’য় পদ্মশ্রীপ্রাপ্ত মঙ্গলাকান্ত রায়কে সম্মাননা জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। মঙ্গলাকান্ত রায় চেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁকেই নিজের সমস্যার কথা বলতে।

 

[আরও পড়ুন: জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! হাওড়া থেকে এসটিএফের হাতে গ্রেপ্তার কোচবিহারের যুবক]

সেইমতো শনিবার দুপুরে জটিলেশ্বর মন্দিরে মঙ্গলাকান্ত রায়কে নিয়ে পৌঁছে যান তাঁর ছেলে উমাকান্ত রায়। শিল্পীকে ফুল, উত্তরীয়, মানপত্র, আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শিল্পীর পায়ের কাছে বসে দীর্ঘক্ষণ একান্তে কথা বলেন অভিষেক। সে কথাবার্তা একেবারেই ব্যক্তিগত স্তরের। তবে শিল্পীর ছেলে জানিয়েছেন, রাস্তার সমস্যার কথা তিনি অভিষেককে জানিয়েছেন। অভিষেক সমাধানের আশ্বাসও দিয়েছেন। এতেই খুশি শতায়ু শিল্পী। 

[আরও পড়ুন: ২৫০ বাইকের হদিশ নেই, ফের কোটি টাকার গাড়ি কিনল বঙ্গ বিজেপি]

আর এই কারণে  তিনি সময়মতো বিমানেও উঠতে পারেননি। তাতে অবশ্য আক্ষেপ নেই তাঁর। ছেলে উমাকান্ত রায় জানান,  বাবাকে রাতের ট্রেনে কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement