মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তৃণমূলের কাছ থেকে হুমকি পাচ্ছেন আমতার ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মেজো দাদা সামসুদ্দিন খান। নিরাপত্তাহীনতায় ভুগছে মৃত ছাত্রনেতা আনিস খানের গোটা পরিবার। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি করলেন আনিস খানের বাবা সালেম খান। বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সালেম খান।
সালেম খান বলেন, “আমি পুলিশ, নির্বাচন কমিশন ও মহামান্য আদালতের কাছে আমাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আবেদন জানিয়েছি।” প্রসঙ্গত, সামসুদ্দিন আমতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসন প্রতিদ্বন্দ্বিতা করছেন কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
সালেম খানের অভিযোগ, “দুষ্কৃতীরা তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা বলছে, ‘নির্বাচনের পর তোরা কোথায় যাবি।’ আমাদের পরিবারকে তাড়িয়ে ঘর পার্টি অফিস বানানোর হুমকি দিচ্ছে। ফলে আমরা নিরাপত্তাহীনতাই ভুগছি।” তাঁর আরও অভিযোগ, “বাড়ির সামনে পুলিশ পিকেট থাকলেও আমি ও সামসুদ্দিন নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ পুলিশের সঙ্গে তৃণমূল নেতাদের সখ্যতা বেড়েছে। ফলে আমরা ঠিকঠাক প্রচারে যেতে পারছি না।” সালেম খানের আশঙ্কা নির্বাচনকে ইস্যু করে তাঁকে মেরে ফেলা পারে। এছাড়া তিনি নির্বাচনের দিন কুশবেড়িয়া এলাকার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।
হুমকির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের হাওড়া গ্রামীণ এলাকার সভাপতি অরুনাভ সেন বলেন, “এসব বাজার গরম করার জন্য কথাবার্তা। আসলে ওদেরকে কেউ ভুল বোঝাচ্ছে। ওরা বলুক যে কেন্দ্র সব ঠিকঠাক করছে। মৃত্যু নিয়ে রাজনীতি কাম্য নয়।” তাছাড়া বর্তমানে সিপিএম কংগ্রেস এবং আইএসএফের কেন্দ্র সরকারের উপর নির্ভরতা বেড়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.