Advertisement
Advertisement

পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন? কমিশনের নির্দেশে তুঙ্গে জল্পনা

হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্য নির্বাচন কমিশন।

panchayat elections are going to cancel order by the commission
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2018 7:08 pm
  • Updated:April 13, 2018 7:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছিয়ে যাচ্ছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন? শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংয়ের নয়া নির্দেশে তেমনই ইঙ্গিত মিলছে৷

কী সেই নয়া নির্দেশ? যাতে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে? রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মামলার গেরোয় আগামী ১৬ এপ্রিল পর্যন্ত স্তব্ধ নির্বাচন প্রক্রিয়া৷ মামলা পালটা মামলায় বিড়ম্বনায় কমিশন৷ আদৌও নির্ঘণ্ট অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শুরু হবে কি না তিনি রয়েছে শংসয়৷ নির্বাচন নিয়ে অচল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কমিশনার সমস্ত ভোট কর্মীদের প্রশিক্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

vote11

Advertisement

কমিশনের তরফে এই নির্দেশ জারি হতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা৷ নির্ঘণ্ট মেনে ভোট হবে কি না তা নিয়ে চিন্তায় রাজনৈতিক মহলের একাংশ৷ কেননা, আগামী পয়লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসেই পঞ্চায়েত নির্বাচনে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হওয়ার কথা৷ যার জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু কমিশনের এদিনের নির্দেশের পর পঞ্চায়েত নির্বাচন নির্ঘণ্ট মেনে হওয়া নিয়ে ঘোর সংশয় দেখা দিল৷

যদিও, পঞ্চায়েত ভোট নিয়ে লাগাতার মামলা ও পালটা মামলায় বিঘ্নিত হচ্ছে ভোট প্রক্রিয়া৷ হাই কোর্টের রায়ে এখনও প্রায় এক সপ্তাহ স্থগিত থাকছে নির্বাচনী প্রক্রিয়া৷ সবেমাত্র মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে৷ রয়েছে স্ক্রুটিনির কাজ৷ স্ক্রুটিনি শেষে প্রার্থীদের প্রতীক দেওয়ার কাজ রয়েছে৷ কোন কেন্দ্রে কত প্রার্থী? তাঁদের প্রতীক নির্ণয় করে ব্যালট ছাপানো, তালিকা প্রকাশ-সহ গুচ্ছের কাজ এখনও বাকি৷ ফলে, যা পরিস্থিতি সোমবার রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চের আবেদনের জেরে মামলা যদি ভোটের অনুকূলে না যায়, তাহলে সূচি মেনে নির্বাচন করানো কঠিন৷ ফলে, ডামাডোলের এই পরিস্থিতিতে শুধুশুধু নিজের ঘাড়ে বন্দুক রাখতে চাইছে না কমিশন৷ নির্বাচনী ঝামেলা এড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের প্রশিক্ষণ থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত কমিশনের, মত পর্যবেক্ষক মহলের একাংশের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ