Advertisement
Advertisement

Breaking News

কলেজের পরিচালন সমিতিতে আর নয় নেতা-মন্ত্রী, ইঙ্গিত পার্থর

সরকারি এই পরিকল্পনাকে তাই স্বাগত জানিয়েছে রাজ্যের শিক্ষামহল৷

Partha Chatterjee Hints of not appointing  Political Leader as the Head of Educational Institution
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 6:10 pm
  • Updated:November 23, 2016 6:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য রুখতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার৷ বুধবার সেরকমই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জানালেন, শিক্ষাক্ষেত্রে পরিচালন সমিতিতে নেতা-মন্ত্রীদের বদলে এবার থাকবেন শিক্ষাবিদরা৷

নানা কারণে রাজ্যে বারবার শিক্ষা প্রতিষ্ঠানে গণ্ডগোল বেধেছে৷ রাজনৈতিক জটিলতায় অচল হয়েছে পঠনপাঠন৷ তাতে সুনাম নষ্ট হয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলির৷ এবার সে পরিস্থিতি রুখতে সচেষ্ট হচ্ছে রাজ্য সরকার৷ শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানগুলির হৃতগৌরব ফেরাতে সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছে৷ তার মধ্যে অন্যতম হল শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালন সমিতির মাথা থেকে নেতা-মন্ত্রীদের সরানো৷ পরিবর্তে সেখানে থাকবেন শিক্ষাবিদরা৷ এছাড়া পরিচালন সমিতিতে যেই থাকুন না কেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম স্নাতক হতে হবে৷ রাজনৈতিক পরিবেশ থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করতেই এ ভাবনা সরকারের৷ প্রয়োজন হলে এ ব্যাপারে নতুন আইনও আনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷

Advertisement

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির হাল ফেরাতে এরকম এক উদ্যোগই দরকার ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ সরকারি এই পরিকল্পনাকে তাই স্বাগত জানিয়েছে রাজ্যের শিক্ষামহল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ