Advertisement
Advertisement

Breaking News

Purulia

হাসপাতালের দোতলার জানলা দিয়ে পালানোর চেষ্টা রোগীর! শোরগোল পুরুলিয়ায়

রোগীর মানসিক সমস্যা রয়েছে বলে দাবি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের।

Patient tried to escape from Purulia hospital, rescued later | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 29, 2023 2:54 pm
  • Updated:December 29, 2023 3:00 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: হাসপাতালের জানলা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন রোগী। কিন্তু অন্যান্য রোগীদের চোখে পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। পুরুলিয়া (Purulia) দেবেন মাহাতো সদর হাসপাতালের ঘটনায় দমকল কর্মীরা তাঁকে ঝুলন্ত অবস্থা (Hanging) থেকে নিরাপদে উদ্ধার করে ফের হাসপাতালে ফিরিয়ে দেন। ঠিক কী কারণে তিনি পালানোর চেষ্টা করছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, আদ্রার বাসিন্দা মহম্মদ আমির। দিন কয়েক আগে তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে জখম হন। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের দোতলার মেল সার্জিক্যাল বিভাগে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার দুপুরে আচমকাই তিনি হাসপাতালের জানলা দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে দেখে ফেলেন অন্যান্য কর্মীরা। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে (Fire department) খবর পাঠানো হয়। দমকল কর্মীরা যখন সেখানে যান, তখন মহম্মদ আমির জানলা থেকে ঝুলছিলেন। দেওয়ালেো মই লাগিয়ে তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়।

Advertisement

[আরও পড়ুন: অযোধ্যায় ১৫ হাজার কোটির প্রকল্পের ঘোষণার পথে মোদি, বিমানবন্দরের নামেও রামায়ণের ছোঁয়া]

এই ঘটনায় স্বভাবতই হাসপাতালে শোরগোল পড়ে যায়। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি (MSVP) সুকোমল বিষোই এই মুহূর্তে ছুটিতে আছেন। তাঁর জায়গায় আপাতত দায়িত্বে রয়েছেন শংকরী সাঁতরা। তিনি বলেন, ”ওই রোগীর মানসিক সমস্যা রয়েছে। তিনি পালানোর চেষ্টা করছিলেন। তবে উদ্ধার করা গিয়েছে। বাড়ির লোকজন এসে তাঁকে বাড়ি নিয়ে গিয়েছে। লামা অর্থাৎ বন্ড সইয়ের মধ্যে দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ওর চিকিৎসা দরকার।”

Advertisement

[আরও পড়ুন: স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়েছে ইংরেজরাই, নাগপুরের সভায় এ কী বললেন রাহুল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ