Advertisement
Advertisement

Breaking News

Sagar Dutta Hospital

কামারহাটির সাগর দত্ত হাসপাতালে রোগীর রহস্যমৃত্যু, শৌচাগারে মিলল ঝুলন্ত দেহ

তদন্তের দাবি পরিবারের।

Patient's body found hanging in Sagar Dutta Hospital | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:November 18, 2021 9:44 am
  • Updated:November 18, 2021 9:44 am

অর্ণব দাস, বারাসত: সরকারি হাসপাতালের  রোগীর রহস্যমৃত্যু ঘিরে ছড়ায় উত্তেজনা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আত্মহত্যা করেছেন চিকিৎসাধীন ওই প্রৌঢ়। যদিও হাসপাতালের দাবি মানতে নারাজ পরিবার। পালটা মৃত্যুর কারণ জানতে তদন্তের দাবি করেছেন তাঁরা।  বুধবার রাতে কামারহাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিশৃঙ্খলা এড়াতে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে (Kamarhati Sagar Dutta Hospital) মোতায়েন রয়েছে বেলঘরিয়া থানার পুলিশ।

হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম ইন্দ্রজিৎ মান্না (৫৮)। তিনি জগদ্দল শ্যামনগরের বাসিন্দা। বেশ কয়েকদিন জ্বরে ভুগছিলেন ওই প্রৌঢ়। রক্তের নমুনা পরীক্ষা করা হলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তারপই পরিবারের সদস্যরা মঙ্গলবার দুপুরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ভোরে তাঁকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘মদন শুধুই রবীন্দ্রসংগীত গাইবে’, প্রশাসনিক বৈঠকে কেন এমন ‘নির্দেশ’ মমতার?]

বুধবার রাতে হঠাৎই ফোন করে রোগীর পরিবারকে হাসপাতালে ডাকা হয়। রোগীর পরিবারের সদস্যরা এলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাঁদের রোগী হাসপাতালের শৌচাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। তাঁদের কথা মানতে নারাজ পরিবার। পরিবারের দাবি, ইন্দ্রজিৎবাবু মানসিক অবসাদে ভুগতেন না। রোগী সুস্থ হচ্ছিল। তাহলে কেন আত্মহত্যা করবেন? তাঁদের প্রশ্ন, রোগীর স্যালাইন, অক্সিজেন চলছিল। তাহলে রোগী কীভাবে একা একা শৌচাগারে গেলেন? মৃত্যুর পিছনে রহস্য রয়েছে বলে দাবি মৃতের পরিবারের। তদন্তের দাবিতে সরব হয়েছেন তাঁরা। পুলিশেও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

এদিকে বুধবার রাতের এই ঘটনায় কামারহাটির সাগর দত্ত হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে হাসপাতালে মোতায়েন রয়েছে বেলঘরিয়া থানার পুলিশ।

[আরও পড়ুন: দোরগোড়ায় পুরভোট, নজরদারির জন্য প্রতি পুরসভায় পর্যবেক্ষক নিয়োগ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ