Advertisement
Advertisement

দিল্লি থেকে গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া

রেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল সিআইডি৷

Pawan Ruia arrested from his Delhi residence in connection with Jessop factory fire case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 10, 2016 2:15 pm
  • Updated:December 10, 2016 2:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত শিল্পপতি পবন রুইয়াকে গ্রেফতার করল সিআইডি৷ শনিবার সকালে দিল্লি থেকে পবন রুইয়াকে গ্রেফতার করেছে সিআইডির একটি বিশেষ দল৷ মূলত, রেলের অভিযোগের ভিত্তিতে পবন রুইয়াকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি সিআইডির৷ আজই রুইয়াকে কলকাতায় আনা হচ্ছে৷

সূত্রের খবর, রেলের অভিযোগ ছাড়াও জেশপকে ঘিরে একাধিক অভিযোগ রয়েছে রুইয়ার বিরুদ্ধে৷ সম্প্রতি রেলের তরফে পবন রুইয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়, রেল একটি বরাত দিয়েছিল জেশপকে৷ সেই বরাত পূর্ণ করার জন্য কমপক্ষে ৫০ কোটি টাকার যন্ত্রাংশ পাঠিয়েছিল রেল৷ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই বরাত পূর্ণ করেনি জেশপ৷ নির্ধারিত সময়ের পর দীর্ঘদিন কেটে গেলে বরাত পূর্ণ না হওয়ার কারণ জানতে চায় রেল কর্তৃপক্ষ৷ কিন্তু কোনও সদুত্তর দিতে পারেননি পবন রুইয়া৷ এরপর জেশপ কারখানার চত্বর পরিদর্শন করতে চায় রেল৷ কারণ তাদের আশঙ্কা ছিল রেলের পাঠানো ৫০ কোটি টাকার যন্ত্রাংশ নিখোঁজ৷ এর পরেই বিষয়টি নিয়ে একাধিকবার রেল চিঠি দেয় পবন রুইয়াকে৷ অভিযোগ, কোনও চিঠিরই উত্তর দেননি রুইয়া৷ উপায়  না দেখে অবশেষে রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তদন্তের অনুরোধ জানান রেলের এক্সিকিউটিভ ডিরেক্টর৷ সেই চিঠির ভিত্তিতেই সিআইডিকে খোঁজখবরের নির্দেশ দেওয়া হয়৷ রেলের প্রতিনিধিদের নিয়ে কারখানা চত্বর পরিদর্শনের পর দেখা যায়, রেলের পাঠানো ৫০ কোটি টাকার যন্ত্রাংশ সত্যি সত্যি কারখানায় নেই৷ এর পরই রুইয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ