সুমন করাতি, হুগলি: ফের দুর্গম পাহাড় চূড়া জয়ের নেশায় সফর শুরু করছেন ‘পাহাড় কন্যা’ পিয়ালী বসাক। এবার তাঁর লক্ষ্য আট হাজারি দুটি শৃঙ্গজয়। অক্সিজেন ছাড়াই শৃঙ্গ জয় করতে চান তিনি। আগামী এপ্রিল মাসে অভিযান শুরু করবেন এভারেস্ট জয়ী এই পর্বতারোহী। তাঁকে এবার ডাকছে চো ইউ ও শিশাপাংমা পর্বত।
মাকালু ও অন্নপূর্না জয়ের পর পিয়ালীর এবার লক্ষ্য চিন-নেপাল সীমান্তের চো ইউ ও চিনের শিশাপাংমা শৃঙ্গ। চৌ ইউ এর উচ্চতা ২৭০০০ ফুট। শিশাপাংমার উচ্চতা ২৬৩০০ ফুট। এর আগেও চৌ ইউ পর্বত জয়ের চেষ্টা করেছিলেন তিনি। তবে দক্ষিন দিক থেকে চেষ্টা করে তুষার ঝড়ের জন্য তা সফল হননি। এবার চীন গিয়ে উত্তর দিক থেকে আরোহণ শুরু করবেন পিয়ালী। এই অভিযানে সময় লাগবে দু’মাস।
এতদিন পর্বত আরোহণে খরচ মূলত ক্রাউড ফান্ডিং করে তুলতে হয়েছে পিয়ালীকে। এবারই প্রথম কর্পোরেট স্পন্সর নিয়ে যাচ্ছেন। তবে তাতেও পুরো টাকা উঠছে না। দুটো শৃঙ্গে উঠতে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন। ব্যাঙ্ক এনডোসমেন্ট হিসাবে বেসরকারী ব্যাঙ্ক ২০ লক্ষ টাকা স্পন্সর করেছে। বাকি টাকা তুলতে শুরু হয়েছে ক্রাউড ফান্ডিং। অনেক সংগঠন সাধারণ মানুষের থেকে সাহায্য পাচ্ছেন পিয়ালী। এমনটাই জানিয়েছেন তিনি।
বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয়ের পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসাধিক নেপালের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন। এবারের অভিযান যথেষ্ট কঠিন। তবে ভয় পান না পিয়ালী। এর আগে তিনি আট হাজার মিটার উচ্চতার, মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু, এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। এছাড়া আরও সাতটি শৃঙ্গ জয় করেছেন যেগুলো আট হাজার মিটারের কম। এখনও মোট পর্যন্ত পনেরো বার অভিযান করেছেন তিনি। পিয়ালী বলেন,”খুব ছোটবেলা থেকে পাহাড়ে চড়েছি। পাঁচ বছর বয়সে দৌড়াদৌড়ি করতাম পাহাড়ে। আমার অক্সিজেনের সাপোর্ট কম লাগে। এভারেস্টে অল্পের জন্য হয়নি। এবার অক্সিজেন ছাড়াই অভিযান শেষ করার চেষ্টা করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.