Advertisement
Advertisement

জয়নগর থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতী

উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র৷

Police arrested 3 Miscreant from Jaynagar
Published by: Tanujit Das
  • Posted:January 12, 2019 1:14 pm
  • Updated:August 22, 2022 3:05 pm

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: গোপন অভিযান চালিয়ে সশস্ত্র অবস্থায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের চালতা বেড়িয়া থানা এলাকায়৷ ধৃতদের কাছ থেকে সাতটি গুলি ভরতি বন্দুক ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ৷ বিক্রি করার উদ্দেশ্যে বন্দুকগুলি নিয়ে আসা হয়েছিল নাকি কোনও নাশকতার পরিকল্পনা ছিল অভিযুক্তদের? ওই তিন ধৃতকে জেরা করে এই প্রশ্নেরই উত্তর পাওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা৷

[পারিবারিক অশান্তির জের, স্ত্রী ও শিশুকন্যার উপর অ্যাসিড হামলা ব্যক্তির ]

Advertisement

জানা গিয়েছে, শনিবার জয়নগরের চালতা বেড়িয়া এলাকায় গোপন অভিযান চালান পুলিশ আধিকারিকরা৷ গোপন আস্তানা থেকে তাঁরা গ্রেপ্তার করেন সাইফুল গায়েন, সারিউল্লা গায়েন ও হাসেম গায়েনকে৷ ধৃতরা যে ওই এলাকায় আসবে গোপন সূত্রে আগেই সেখবর পৌঁছে গিয়েছিল পুলিশের কাছে৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতটি পাইপ গান, তিন রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্রের ভাঙা অংশ৷ 

Advertisement

[রাজ্যজুড়ে যুগপুরুষকে স্মরণ, স্বামীজিকে শ্রদ্ধা জানাতে বেলুড় মঠে ভক্তের ঢল]

সূত্রের খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ৷ ধৃতরা কেন ওই এলাকায় এসেছিল? কী উদ্দেশ্য ছিল তাদের? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা৷ জয়নগর-সহ দক্ষিণ ২৪ পরগনায় সাম্প্রতিক কালে নাশকতার মাত্রা বেড়ে গিয়েছে৷ খুন, ডাকাতি, চুরি, ছিনতাই প্রায় রোজকার ঘটনা হয়ে উঠেছে৷ বাংলাদেশ থেকে চোরাপথে ওই এলাকায় ঢুকছে প্রচুর অস্ত্রশস্ত্র৷ বেড়েছে অসামাজিক কাজকর্ম৷ লোকসভা নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তা বেড়েছে পুলিশের৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ