শেখর চন্দ্র, আসানসোল: ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী খুনের ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রণয়ঘটিত সম্পর্কের জেরেই পরিকল্পনা করে খুন করা হয়েছে তাকে। ছাত্রীকে খুনের ঘটনায় জড়িত সুনীতা হেমব্রম নামে এক মহিলা এবং সমীর মাড্ডি এবং রোহিত হাঁসদা নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে সুনীতা হেমব্রম ফোন করে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ডেকে পাঠায়। সুনীতা ছাত্রীকে জানায়, সে অসুস্থ। নেপালি ধাউডার নামে এক ব্যক্তির কাছে টাকা পায়। সেই টাকা যেন ছাত্রী নিয়ে নেন। সেই মতো ছাত্রী নেপালি ধাউডার কাছে বিপিএল কলোনি এলাকায় পৌঁছন। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। সেখান থেকেই সমীর ও রোহিত ছাত্রীকে অপহরণ করে। তারপর তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলেই অভিযোগ।