২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণ করে খুন, আসানসোলে ইঞ্জিনিয়ারিং ছাত্রী হত্যায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Published by: Sayani Sen |    Posted: March 29, 2023 8:45 pm|    Updated: March 29, 2023 8:45 pm

Police gets some new information in Asansol engineering murder case । Sangbad Pratidin

শেখর চন্দ্র, আসানসোল: ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী খুনের ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রণয়ঘটিত সম্পর্কের জেরেই পরিকল্পনা করে খুন করা হয়েছে তাকে। ছাত্রীকে খুনের ঘটনায় জড়িত সুনীতা হেমব্রম নামে এক মহিলা এবং সমীর মাড্ডি এবং রোহিত হাঁসদা নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে সুনীতা হেমব্রম ফোন করে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ডেকে পাঠায়। সুনীতা ছাত্রীকে জানায়, সে অসুস্থ। নেপালি ধাউডার নামে এক ব্যক্তির কাছে টাকা পায়। সেই টাকা যেন ছাত্রী নিয়ে নেন। সেই মতো ছাত্রী নেপালি ধাউডার কাছে বিপিএল কলোনি এলাকায় পৌঁছন। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। সেখান থেকেই সমীর ও রোহিত ছাত্রীকে অপহরণ করে। তারপর তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলেই অভিযোগ।

[আরও পড়ুন: ‘২৩ বছরে কখনও শান্তি পাইনি’, স্বামীকে খুনের পর স্বীকারোক্তি স্ত্রীর]

দেহ উদ্ধারের পর সকালে আদিবাসী জনজাতি বা সমাজের লোকেরা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে অবরোধ করেন। পুলিশকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়। এরপর বিকেলে আসানসোল দক্ষিণের বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল থানা ঘেরাও করেন। তিনি অভিযোগ করেন, নিখোঁজ ডায়েরি আগেই করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। সন্দেহজনকদের নামে অভিযোগ করা হয়েছিল। পুলিশ তৎপর হলে খুনের ঘটনা এড়ানো যেত। কিন্তু এই রাজ্যের পুলিশ তোলাবাজিতেই ব্যস্ত বলেও কটাক্ষ অগ্নিমিত্রার। এদিকে, সন্তানকে হারিয়ে শোকে ভাসছেন নিহতের পরিবার-প্রতিবেশীরা।

[আরও পড়ুন: ‘দুর্নীতির সমুদ্রে ঠগ বাছতে গাঁ উজাড় হবে’, প্রাথমিক নিয়োগ মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে