Advertisement
Advertisement
Purulia

যুবকের রহস্যমৃত্যুতে ‘রাজনীতি’! নিজেদের কর্মী বলে দাবি তুলে বিতর্কে পুরুলিয়ার বিজেপি

মৃত যুবকের পরিবারের দাবি, ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।

Political tussle over TMC and BJP in Purulia over mysterious death of youth
Published by: Sucheta Sengupta
  • Posted:March 22, 2024 7:27 pm
  • Updated:March 22, 2024 8:10 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ফের ভোটের আগে যুবকের রহস্যমৃত্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়া (Purulia)। মৃত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করে বিতর্কে জড়াল বিজেপি। ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়, যুবকের পরিবারের এই দাবির পর তৃণমূলের কটাক্ষ, বিজেপি (BJP) বরাবর মৃতদেহের রাজনীতি করে। এবারও করছে। বিশেষত ঝুলন্ত দেহ নিয়ে তাদের রাজনীতির শেষ নেই। কীভাবে যুবকের মৃত্যু হল, তা জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ।

পুরুলিয়ার কাশীপুর ব্লকের রাঙামাটি-রঞ্জনডি গ্রাম পঞ্চায়েতের জোড়থোল গ্রামের বাসিন্দা বছর ছাব্বিশের হরনাথ মণ্ডল। এই গ্রাম আবার পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়ার খাস তালুক। বৃহস্পতিবার ভোরে নিজের বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি নিমগাছে তাঁর ঝুলন্ত দেহ (Deadbody) উদ্ধার হয়। পরিবারের লোকজন জানাচ্ছেন, ছেলে বৃহস্পতিবার নবকুঞ্জে কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলেন বাইক নিয়ে। বাইক নিয়েই বাড়ি ফেরেন। কিন্তু তার পর আর খোঁজ মিলছিল না তাঁর। রাত ২টো নাগাদ হরনাথের খোঁজে বেরন বাড়ির লোকজন। ভোররাতে ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে কাশীপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Advertisement

[আরও পড়ুন: প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে ভুটানের সর্বোচ্চ সম্মান পেলেন মোদি]

এর পরই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmoy Sing Mahato) সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন, ‘২০১৮ সালের পুনরাবৃত্তি পুরুলিয়ায়!’ মৃত যুবক হরনাথকে যুব মোর্চার সম্পাদক বলে দাবি করেন তিনি। একই দাবি করেছেন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা ও মণ্ডল সভাপতি বিবেক আচার্য। অথচ তাঁর বাবা মনসারাম মণ্ডলের দাবি, ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তবে মাঝেমাঝে বিজেপির সঙ্গে ঘুরত। এনিয়ে পুরুলিয়ার তৃণমূল (TMC) প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, ”বিজেপি ও বিজেপির প্রার্থীরা মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। অতীতেও তাঁরা ঝুলন্ত মৃতদেহ নিয়ে রাজনীতি করেছেন। পুলিশ বিষয়টি দেখছে। তবে আমরা খবর পেয়েছি, এটি আত্মহত্যার ঘটনা।”

Advertisement

[আরও পড়ুন: বেনজিরভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীনই গ্রেপ্তার, দিল্লির সরকার চালাতে পারবেন ‘বন্দি’ কেজরি?]

উল্লেখ্য, ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2018) ঠিক পরে, যে সময় পুরুলিয়ায় সবে গেরুয়া উত্থান হচ্ছিল, সেসময়ই দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পর পর বলরামপুরে ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের মৃতদেহ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দিয়েছিল জাতীয় রাজনীতিকেও। অমিত শাহর দরবারেও এনিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়। এদিনের ঘটনায় সেই ২০১৮ সালের সঙ্গেই তুলনা করছেন জ্যোতির্ময় সিং মাহাতো। ভোটের আগে এই বিষয়টি নিয়ে পুরুলিয়ার রাজনৈতিক পরিবেশ যে বেশ তপ্ত হয়ে উঠল, তা বলাই বাহুল্য। এনিয়ে পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ”তদন্ত চলছে। কোনও নির্দিষ্ট অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে। তাতে বাহ্যিক বা অভ্যন্তরীণ চোটের ইঙ্গিত নেই। তবে তা আরও বিশদে খতিয়ে দেখা হচ্ছে।”

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ