আকাশনীল ভট্টাচার্য, ব্যারাকপুর: রবিবার দুপুরে বিরাটির একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিস্ফোরণে আহত দুই পথচারী। ঘটনাটি ঘটেছে বিরাটির নিমতা থানার এম বি রোডের কলেজ মোড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই এলাকার একটি ফাস্ট ফুডের দোকানে ভিতর আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
[ফের কেন কংগ্রেসের হাত ধরা, প্রশ্নের মুখে বিমান-সূর্য]
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই দোকানের টিনের শেডটি উড়ে যায় এবং দোকানের শাটার খুলে ছিটকে উল্টো দিকের রাস্তার ধারের একটি মুদিখানার দোকান গিয়ে আছড়ে পড়ে। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সুবর্ণা দাস (২২) নামের এক যুবতী ও জগবন্ধু বণিক (৬৩) নামের এক প্রৌঢ়। দু’জনেই ওই ছিটকে আসা শাটারের আঘাতে আহত হন। জানা গিয়েছে, আহত যুবতী ও ওই প্রৌঢ়ের বাড়ি স্থানীয় দেবীনগর এলাকায়। আহত দু’জনকেই উত্তর দমদম পুরসভার পুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর জগবন্ধু বণিককে ছেড়ে দিলেও গুরুতর আহত তরুণীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে হয়।
বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা কলেজ মোড় এলাকায়। ঘটনাস্থলে আসে দমকল ও নিমতা থানার পুলিশ। তবে বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশায় দমকল ও পুলিশ। দমকলের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের কোন প্রমাণ মেলেনি। যদিও বিস্ফোরণের সময় দোকানটি বন্ধ ছিল। পুলিশ ও দমকলের কর্তারা জানিয়েছেন বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। দোকান মালিক আন্নান আখতারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
[এক হাতে তাঁর রিভলবার, অন্য হাতে বাঁশি… দেখুন সেই পুলিশ অফিসারকে]