Advertisement
Advertisement

Breaking News

সঞ্চারিত মেঘে এলাকাভিত্তিক বৃষ্টি শুরু বঙ্গে

বর্ষা নিয়ে কেরলের সঙ্গে বঙ্গের ঈর্ষা সর্বজনবিদিত৷ কেরলে বর্ষা ঢোকার অন্তত পাঁচদিনের মাথায় বঙ্গের সম্ভাবনা তৈরি হয়৷ কেরলে আজ বর্ষা ঢোকার কথা৷ তবে হাওয়া অফিসের হিসাব অনুযায়ী আজ থেকে বর্ষার মরশুম শুরু হচ্ছে এ বঙ্গেও৷ স্থানীয়ভাবে সঞ্চার হওয়া মেঘের জেরেই হবে এই বৃষ্টি৷ যদিও এই বৃষ্টিকে প্রাক-বর্ষার পরিস্থিতি বলে নিজেদের পর্যবেক্ষণের ব্যাখ্যা দিয়েছেন একাধিক আবহবিদ৷

Pre Monsoon rain starts in Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2016 11:52 am
  • Updated:June 10, 2016 11:52 am

স্টাফ রিপোর্টার: বর্ষা নিয়ে কেরলের সঙ্গে বঙ্গের ঈর্ষা সর্বজনবিদিত৷ কেরলে বর্ষা ঢোকার অন্তত পাঁচদিনের মাথায় বঙ্গের সম্ভাবনা তৈরি হয়৷ কেরলে আজ বর্ষা ঢোকার কথা৷ তবে হাওয়া অফিসের হিসাব অনুযায়ী আজ থেকে বর্ষার মরশুম শুরু হচ্ছে এ বঙ্গেও৷ স্থানীয়ভাবে সঞ্চার হওয়া মেঘের জেরেই হবে এই বৃষ্টি৷ যদিও এই বৃষ্টিকে প্রাক-বর্ষার পরিস্থিতি বলে নিজেদের পর্যবেক্ষণের ব্যাখ্যা দিয়েছেন একাধিক আবহবিদ৷
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল প্রাক বর্ষা শুরু হওয়ার আগে অবধি দক্ষিণবঙ্গের তুলনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে৷ তবে তার পরিমাণ বেশি হবে উত্তরবঙ্গে৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দাজিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে৷ আবহবিদরা জানিয়েছিলেন, হিমালয়ের পাদদেশে ঘূর্ণাবর্তের অবস্থানই এর কারণ৷ তবে অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ও উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশার দক্ষিণ উপকূল পর্যন্ত বায়ুমণ্ডলে ইতিমধ্যে উচ্চচাপ তৈরি হয়েছে যার জেরে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে৷ সেই পরিবেশের মধ্যেই আজ বেলা বাড়ার পর থেকে স্থানীয়ভাবে সঞ্চারিত মেঘের কারণে হবে বিক্ষিপ্ত বৃষ্টি৷
আবহাওয়াবিদরা এও জানিয়েছেন, দ্রূত সক্রিয় হয়েছে লা নিনা৷ যার জেরে কেরল-সহ দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করছে বর্ষা৷ তার জেরেই বঙ্গে আজ থেকে শুরু হচ্ছে প্রাক-বর্ষার মরশুম৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ