দীপঙ্কর মণ্ডল, খড়গপুর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে আমার ভাল লাগে। তিনিই প্রেরণা হতে পারেন মেয়েদের ক্ষেত্রে। খড়গপুর আইআইটির ৬৪তম সমাবর্তন উৎসবে যোগ দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নারী সমাজের প্রেরণা হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরেন৷
[সুচিকিৎসক হিসেবেই খ্যাতি, ফার্মাসিস্টের বদলি রুখলেন বাসিন্দারা]
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, আইআইটিতে মহিলাদের উপস্থিতি বাড়াতে হবে। মাত্র ১৬ শতাংশ মহিলা। এই সংখ্যা আরও বাড়াতে হবে। মঞ্চে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদাহরণ হিসাবে তুলে ধরে বলেন, ‘‘ তিনিই প্রেরণা হতে পারেন মেয়েদের ক্ষেত্রে। তাঁর সঙ্গে কথা বলতে আমার ভাল লাগে। রাজ্যের অর্থনৈতিক উন্নতি করতে বড় ভূমিকা রয়েছে আইআইটির। প্রযুক্তিবিদ্যায় বিশ্বে এগিয়ে খড়গপুর আইআইটি। সমাবর্তন শিক্ষাঙ্গনের ল্যান্ডমার্ক। সেখানে আসতে পেরে আমি গর্বিত।’’ সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দনও জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

[ফেসবুকে সংগঠনের বিরুদ্ধে ‘বিদ্রোহ’, বিতর্কে পূর্ব বর্ধমানের এসএফআই নেতা]
সমাবর্তনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতির ইচ্ছায় আমি এখানে এসেছি। আমি সম্মানিত। সমস্ত ডিগ্রি প্রাপককে আমার শুভেচ্ছা।’’ শুভেচ্ছার পাশাপাশি তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে করে বলেন, ‘‘জানি আপনারা বিশ্বজয় করবেন। এই দেশ সব জাতি, সব ধর্মের দেশ। দেশকে ভুলবেন না। ভুলবেন না রাজ্যকেও। মাথা উঁচু করে চলবেন। সাহসী হবেন।’’ এদিন তিনি বিশ্বকবির ভাষায় বলেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির…৷ তিনি আপ্লুত হয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘‘গোটা বিশ্ব একদিন দেখবে খড়গপুর আইআইটি কী দিতে পারে।’’
[পঞ্চায়েতে কাজের নিরিখে দেশের সেরা বীরভূম জেলা পরিষদ]
এদিন সমাবর্তন উৎসবের আগে খড়গপুরে তুমুল বর্ষণ হয়। দাবদাহে স্নিগ্ধতা এনে দেয় সেই বৃষ্টির ছটা।