Advertisement
Advertisement

Breaking News

কাতলার দামে বাজারে আসছে ইলিশ!

শুধু ইলিশই নয়, সঙ্গে ধরা দিয়েছে পমফ্রেট, নানা ধরনের চিংড়ি, পারশে, লোটে, টুনা-সহ অন্য নানা রকমের মাছ৷

price of Hilsa became quite cheap

ছবি - প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2016 6:09 pm
  • Updated:August 29, 2016 6:09 pm

স্টাফ রিপোর্টার, কাঁথি: এবার কলকাতা ও লাগোয়া জেলাগুলির খুচরো বাজারে সম্ভবত রুই-কাতলার দরেই মিলতে চলেছে ইলিশ৷ অন্তত এমন সম্ভাবনার কথাই শোনাল দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন৷ গত রবিবার ও আজ সোমবার দিঘায় প্রায় পাঁচশোর উপর ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে ফিরেছে৷ সেগুলি থেকে ছোট-বড় সব মিলিয়ে প্রায় দেড় হাজার টন ইলিশ মাছ মিলেছে বলে অ্যাসোসিয়েশনের দাবি৷ ফলে খুচরো বাজারে দুই থেকে আড়াইশো টাকা দরে মিলবে ইলিশ৷ আর এ খবরেই মধ্যবিত্ত বাঙালির ইলিশ লিপ্সা ফের চাগাড় দিয়ে উঠেছে৷

রবিবার ও সোমবার সকালে শংকরপুর মোহানায় এসে পৌঁছল সমুদ্রে মাছ ধরতে যাওয়া পাঁচশোর কিছু বেশি ট্রলার৷ সব ট্রলারেই ছিল ছোট-বড় প্রচুর ইলিশ৷ শুধু ইলিশই নয়, সঙ্গে ছিল পমফ্রেট, নানা ধরনের চিংড়ি, পারশে, লোটে, টুনা-সহ অন্য নানা রকমের মাছ৷ আগামী কয়েক দিনের মধ্যে এই সমস্ত মাছ পূর্ব মেদিনীপুর লাগোয়া জেলাগুলির বাজারে ঢুকে যাবে৷ ফলে ফের মধ্যবিত্ত বাঙালি আবার কয়েকদিনের জন্য সস্তায় একটু ইলিশ চেখে দেখার সুযোগ পাবেন৷ কিন্তু এক কিলোগ্রাম বা তার বেশি ওজনের ইলিশের দাম কিন্তু নাগালের বাইরেই থেকে যাচ্ছে৷ কারণ, সমুদ্রে তেমন বড় ইলিশ জালে পড়ছে না৷  উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইলিশের আমদানি হলেও তা ছিল সাধারণ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে৷

Advertisement

কিন্তু রবিবার ফের প্রচুর ইলিশ আসায় চাহিদার তুলনায় জোগান একটু বেশি থাকায় দাম কমতে পারে বলে দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে৷ রবিবার একটু বেলার দিকে কাঁথি, কোলাঘাট, দিঘা ও হলদিয়ার ছোট-বড় নানা বাজারে প্রায় পাঁচশো গ্রাম ওজন পর্যন্ত ইলিশ মাছ তিন থেকে চারশো টাকা কিলোগ্রাম দরে বিক্রি হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ