Advertisement
Advertisement

Breaking News

ইসলামপুর কাণ্ডের জের, এলাকায় বন্ধ পোলিও টিকাকরণ কর্মসূচি

চিন্তায় অভিভাবকরা৷

pulse polio programme also on halt in Islampur due to violence
Published by: Tanujit Das
  • Posted:September 25, 2018 2:39 pm
  • Updated:September 25, 2018 2:39 pm

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ইসলামপুর কাণ্ডের জের, দাড়িভিট-সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধ পালস পোলিও টিকাকরণ কর্মসূচি৷ সেখানকার ১৪টি বুথে রবিবার পোলিও খাওয়ানোর কথা থাকলেও তা হয়নি৷ এমনকী, সোমবারও সেই কাজ করা যায়নি বলে সূত্রের খবর৷ এলাকাবাসী জানিয়েছেন, দাঁড়িভিট স্কুলটিও পালস পোলিও টিকাকরণের একটি বুথ৷ এলাকায় অশান্তি জারি থাকার ফলে আবার কবে এই টিকাকরণের কাজ শুরু করা যাবে তা নিয়ে ধন্দে রয়েছেন খোদ অঙ্গনওয়াড়ি কর্মীরাই৷

[বিপজ্জনক সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, আতঙ্ক বালুরঘাটে]

Advertisement

জানা গিয়েছে, উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অশান্তির জেরে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে দাড়িভিট হাইস্কুল৷ কবে স্কুল খুলবে তা নিয়ে পড়ুয়াদের মধ্যেই তৈরি হয়েছে আশঙ্কা৷ এমনকী, গ্রামে তৈরি হওয়া ত্রাসের পরিবেশে টিউশন পড়তেও যেতে পারছে না বাড়ির কচিকাঁচারা৷ একেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে স্কুল, পাশাপাশি, বন্ধ টিউশনিও৷ ফলে পুজোর পরেই হতে চলা পরীক্ষা নিয়ে শঙ্কায় রয়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা৷ কেমন ভাবে সিলেবাস শেষ হবে, আদৌ সন্তানরা পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে চিন্তার পাহাড় জমেছে তাঁদের মনে৷ এখনও থমথমে রয়েছে গোটা এলাকা৷ পুলিশের বিরুদ্ধে এলাকার যুবকদের মিথ্যা মামলায় ধরপাকড়ের অভিযোগ উঠেছে৷ আরও ক্ষোভ জমতে শুরু করেছে এলাকাবাসীর মনে৷ তাঁদের অভিযোগ, পুলিশের ভয়ে বাড়ির বাইরে যেতে পারছেন না পুরুষরা৷ বাজারের যেতে পারছেন না তাঁরা৷ বাইরে এলেই পুলিশ তাড়া করছে নতুবা পাকড়াও করছে৷ ভয়ে এলাকা ছেড়েছেন অনেক পুরুষ৷

Advertisement

[স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন যুবক]

সূত্রের খবর, ইতিমধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্কুল শিক্ষা দপ্তর৷ ৫ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে স্কুল পরিদর্শককে৷ আপাতত স্থগিত রাখার হয়েছে শিক্ষক নিয়োগ পদ্ধতি৷ এখনও পলাতক রয়েছেন দাড়িভিট হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডু ও ম্যানেজিং কমিটির সভাপতি নিশিচন্দ্র গণেশ৷ পাশাপাশি, মঙ্গলবার দুপুরেই রায়গঞ্জ জেলা আদালতে তোলা হচ্ছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শংকর চক্রবর্তীকে৷ তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে তোলার কথা থাকলেও সেখানে উত্তপ্ত পরিস্থিতি থাকার জন্য তাঁকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ