Advertisement
Advertisement
Kali Pujo 2022

Kali Pujo 2022: কাগজের তৈরি কালী প্রতিমার উচ্চতা মাত্র ১ ফুট! অভিনব শিল্পকর্মে তাক লাগাল খুদে অরণ‌্য

পুরুলিয়ার দ্বিতীয় শ্রেণির ছাত্রের শিল্পকর্ম দেখে তাজ্জব সকলে।

Purulia Kid makes Kali idol of 1 feet height, everyone becomes spellbound | Sangbad Pratidin

ছবি: সুনীতা সিং।

Published by: Sucheta Sengupta
  • Posted:October 24, 2022 1:01 pm
  • Updated:October 24, 2022 1:08 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: একেবারে ছেলেবেলা থেকেই নানা হাতের কাজে সবার চোখ টানে ওই ছেলে। সঙ্গে ছিল প্রতিমা তৈরির শখও। কয়েকদিন আগে কাগজ ও ফেলে দেওয়া অজস্র জিনিস দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিল একরত্তি ছেলেটা। এবার একইভাবে কাগজ ও ফেলে দেওয়া জিনিস দিয়ে মাত্র ১ ফুটের কালী (Kali) তৈরি করল সে। খুদে অরণ্য দত্তর তৈরি খুদে কালী প্রতিমা দেখে তাজ্জব পুরুলিয়ার (Purulia) শহরবাসী।

পুরুলিয়া শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র অরণ্য। লেখাপড়ার পাশাপাশি হাতের কাজ নিয়ে সবসময় বুঁদ হয়ে থাকে ওই সে। হাতের কাজের জন্য কোথাও প্রশিক্ষণ নেয় না। তেমন কোনও প্রথাগত শিক্ষা নেই অরণ‌্যর। কিন্তু ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শিল্পকর্মে (Sculpture) বরাবরের ঝোঁক ওই খুদের। অরণ‌্যর কথায়, ‘‘প্রতিমা বানাতে খুব ভাল লাগে। দুর্গা ও কালী প্রতিমা তৈরি করে খুব আনন্দ পেয়েছি।’’

Advertisement

[আরও পড়ুন: চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর দিনই কলকাতায় অভিষেক, বিমানবন্দরে তৃণমূল কর্মীদের ভিড়]

কালী প্রতিমা তৈরি করবে বলে গত সাতদিন ধরে ভীষণ ব্যস্ত ছিল খুদে অরণ্য। তবে এই কাজে তাকে খানিকটা সাহায্য করেছেন তাঁর মা। অরণ‌্যর বাবা সোমনাথ দত্ত বলেন, ‘‘শুধুমাত্র কাগজ ও তার উপর রং করে এবং বেশ কিছু ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এই কালীমূর্তি তৈরি করেছে অরণ্য। এই কাজে আমরা সবাই ওকে বরাবর খুব উৎসাহ দিই।’’ এদিকে খুদে অরণ‌্যর পরিবারে তার এই শিল্পকর্ম নিয়ে সবাই উৎসাহী। এভাবেই এগিয়ে যাক অরণ্য, শুভেচ্ছা জানাচ্ছেন সকলে।

[আরও পড়ুন: সেনাবাহিনীর সঙ্গে কার্গিলে দীপাবলি উদযাপন মোদির, টুইটে বঙ্গবাসীকে শুভেচ্ছা মমতার]

অরণ্যের এহেন প্রতিভার বিকাশ হয়েছিল আগেই। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নানা জিনিস তৈরি করা তার পছন্দের। সেভাবেই তৈরি করে ফেলেছিল প্রতিমা। আর তাতেই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে বলে জানাল। সকলের এত প্রশংসা পেয়েও নির্বিকার অরণ্য। সে শুধু মনের আনন্দে হাতের কাজ করে যেতে চায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement