সুমিত বিশ্বাস, পুরুলিয়া: রিভলভার নিয়ে শোভাযাত্রা। এমনই একটি ভিডিও ভাইরাল। বলা হচ্ছে, পুরুলিয়ায় বজরং দলের রাম নবমীর শোভাযাত্রা এটি। কিন্তু আদৌ কি তাই সত্যি? এই প্রশ্নই উঠেছে বিভিন্ন মহলে। রিভলবারটি প্লাস্টিকের গদা কিংবা ত্রিশূলের মত খেলনা পিস্তল কিনা সেটাও পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না। তবে ভাইরাল ভিডিওটি পুরুলিয়া জেলা পুলিশের কাছে এসেছে। তারা সবকিছু খতিয়ে দেখছে। সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। সবকিছু খতিয়ে দেখে চিহ্নিতকরণের কাজ চলছে।”
এদিকে রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে বেলডিতে দু’পক্ষের মধ্যে সঙ্ঘর্ষে এক জনের মৃত্যুর ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে ৮ জনের জামিন হয়ে যায়। বাকি ন’জনের জেল হেফাজত হয়েছে। ঘটনায় জখম হওয়া চারজন পুলিশ আধিকারিক ও কর্মীর মধ্যে পুরুলিয়া সদরের ডিএসপি সুব্রত কুমার পাল ও তাঁর রক্ষীর চোট গুরুতর। দু’জনকেই কলকাতায় রেফার করা হয়েছে। বাকিদের অবশ্য পুরুলিয়াতেই চিকিৎসা চলছে। এদিন সঙ্ঘর্ষে নিহত তৃনমূল কর্মীর মরদেহ বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার পর দলের পুরুলিয়া জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান দলের জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো-সহ অন্যান্য নেতা-কর্মীরা। তারপর মৃতদেহ যায় গ্রামে।
[রাম নবমীতে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রানিগঞ্জ, বোমাবাজিতে হাত উড়ল ডিসি-র]
এদিনও বেলডির পরিবেশ ছিল থমথমে। বেলডি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ তাবু ফেলায় এদিন ওই স্কুলে কোন ক্লাস হয়নি। গোটা গ্রামেই পুলিশ টহল দিচ্ছে। পুলিশ পিকেটে একজন আইপিএস পদ মর্যাদার আধিকারিকও রয়েছেন। ঘটনার পর রবিবারই জেলায় এসেছিলেন আই জি(পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় দু’পক্ষই অভিযোগ করেছে। তবে পুলিশও আলাদাভাবে মামলা রুজু করেছে। কারণ তাদেরও গাড়ি ভাঙচুর সহ একাধিক পুলিশ জখম হয়েছেন। এদিকে মঙ্গলবার বেলডিতে শান্তি মিছিল করবে তৃনমূল। দলের জেলা সম্পাদক নবেন্দু মাহালী বলেন, এলাকায় অশান্তি রুখতেই দলের তরফে শান্তি মিছিলের কর্মসূচী নেওয়া হয়েছে।
রাম নবমীকে ঘিরে পুরুলিয়ায় এই সব একাধিক ঘটনায় পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে। রবিবার যেভাবে নাবালকদের হাতে বজরং দল অস্ত্র ধরিয়েছিল তাতে পুলিশ মামলা রুজু করেছে বলে ওই দিনই জেলাশাসক জানিয়েছিলেন। তাছাড়া রিভলবার নিয়ে বজরং দলের শোভাযাত্রার ভাইরাল ভিডিও-র বিষয়টিকেও একেবারে হালকা ভাবে নিচ্ছে না পুরুলিয়া জেলা পুলিশ। তবে হোয়াটসঅ্যাপে রিভলবার নিয়ে শোভাযাত্রার যে ভিডিওটি ঘুরছে তা খুবই সংক্ষিপ্ত।
[রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র কান্দি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি]