সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পঞ্চম আসনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। বর্তমানে বাংলায় অস্তিত্বের লড়াই চালিয়ে যাওয়া একদা প্রবল প্রতাপশালী দলটির হয়ে রাজ্যসভায় এই আসনটির জন্য লড়বেন রবীন দেব।
[রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, বাংলার পাঁচটি আসনে ভোট]
ত্রিপুরা হাতছাড়া হওয়ার পর রাজনীতিতে একপ্রকার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বামেরা। তবুও মতবাদ আঁকড়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতায় যেতে নারাজ কমরেডরা। ইতিমধ্যে বিজেপির উত্থান ঠেকাতে বামেদের সঙ্গে হাত মেলানোর প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। নিজেরা প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন করা হবে। এমনটাই জানিয়েছিলেন তিনি। তবে তারপরও কংগ্রেসের সমর্থন নিতে রাজি হয়নি সিপিএম। ফলে শুক্রবার পঞ্চম আসনের জন্য নিজেদের প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। ফলে এবার রবীন দেবের বিরুদ্ধে ওই আসনে লড়বেন কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি।
আগামী ২৩ মার্চ রাজ্যসভার নির্বাচন। বাংলার ভাগ্যে আছে পাঁচটি আসন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আসন সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে পঞ্চম আসনে প্রার্থী দিচ্ছে না তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই আসনে কংগ্রেস প্রার্থী মনু সিংভিকেই সমর্থন দেবে তৃণমূল। ফলে ওই আসন থেকে সিংভির জেতার প্রবল সম্ভাবনা রয়েছে। রাজনীতিবিদের একাংশ মনে করছেন, জাতীয় পর্যায়ে বিজেপিকে কড়া টক্কর দিতে কংগ্রেসের কাছাকাছি আসবে তৃণমূল। এদিনের পদক্ষেপে এই বার্তাই দিয়েছেন মমতা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন ‘সাম্প্রদায়িক’ বিজেপিকে আগামী সাধারণ নির্বাচনে হারাতে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে হাত মিলিয়ে লড়বে তৃণমূল। ইতিমধ্যে ফেডারেল ফ্রন্ট নিয়ে আলোচনার কারণে দিল্লি যাওয়ার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেসের বাজি মনু সিংভি, সমর্থনের ইঙ্গিত তৃণমূলের]