Advertisement
Advertisement

বিনা অনুমতিতেই স্টেশন চত্বরে ‘ফিস্ট’ করছেন রেলকর্মীরা

স্টেশনে আগুন জ্বালা নিষিদ্ধ হয়ে অনেক আগেই৷

Rail workers arranged feast in Howrah station without permission
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 20, 2016 10:06 am
  • Updated:September 20, 2016 10:06 am

স্টাফ রিপোর্টার: বিনা অনুমতিতেই হাওড়া স্টেশন চত্বরে রান্না হচ্ছে৷ উপলক্ষ রেলকর্মীদের বনভোজন৷ এদিকে স্টেশন চত্বরে আগুন জ্বালানো নিষিদ্ধ, কিন্তু সেই নিষেধ অমান্য করেই বিপজ্জনকভাবে ‘ফিস্ট’ করলেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা৷

সোমবার যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে৷ যাত্রীদের অভিযোগ, এমন ব্যস্ত স্টেশনে নিরাপত্তার জন্য আগুন জ্বালানো নিষিদ্ধ তাও কী ভাবে এই অনুমতি তাঁরা পেলেন৷ যদিও স্টেশন ম্যানেজার অঞ্জনকুমার চন্দ জানিয়েছেন, বিষয়টি তাঁর অজানা এবং এই ফিস্টের জন্য কোনওরকম অনুমতি নেওয়া হয়নি৷ কিন্তু অভিযোগ বিষয়টি জানার পরও কোনও ব্যবস্হা নেননি তিনি৷

Advertisement

স্বাস্হ্য বিভাগের কর্মীদের কথায়, বিশ্বকর্মা পুজো উপলক্ষে সাফাই কর্মীদের উদ্যোগে খাওয়া-দাওয়ার আয়োজন হয়েছিল হাওড়া স্টেশনের ভিতরে৷ সাফাই কর্মীদের পোশাক বদলের স্হান পাশেই৷ সেই কারণে ওই জায়গায় এই আয়োজন করা হয়৷

Advertisement

প্রসঙ্গত স্টেশনে আগুন জ্বালা নিষিদ্ধ হয়ে অনেক আগেই৷ চা-এর স্টলে চা বিক্রিও বন্ধ হয়ে গিয়েছে এই কারণে৷ এখন প্রশ্ন উঠছে তার পরেও কীভাবে রেলকর্মীরাই স্টেশনে আগুন জ্বেলে রান্না করেন? নিজেদের আইন নিজেরাই ভাঙছেন এভাবে?

এর আগেও ভর্তি গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় তা ভ্যান থেকে গড়িয়ে পড়ে যায়৷ দুর্ঘটনার হাত থেকে যাত্রীরা বাঁচলেও ক্ষোভে ফেঁটে পড়েন তাঁরা৷ প্রথমে প্যাণ্ট্রি কারের কথা উঠলেও পরে জানা যায় স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানে যাচ্ছিল সিলিন্ডারগুলি৷ বিপজ্জনকভাবে সিলিন্ডার নিয়ে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার পরেও এবার রেলকর্মীদের এমন বিনাঅনুমতিতে বেআইনি কাজ করতে দেখে ক্ষুব্ধ যাত্রীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ