Advertisement
Advertisement
বৃষ্টিপাত

অবশেষে বর্ষা এল কলকাতায়, দক্ষিণবঙ্গে ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস

উপকূলবর্তী এলাকায় জারি সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ হাওয়া অফিসের৷

Rain lashes South Bengal districts including Kolkata

ফাইল ছবি।

Published by: Tanujit Das
  • Posted:July 26, 2019 9:39 am
  • Updated:July 26, 2019 10:12 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান৷ অবশেষে বর্ষার মুখ দেখল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ৷ হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার বিকাল থেকে শহরজুড়ে যে বৃষ্টিপাতের সূচনা হয়েছে, তা বজায় থাকবে আরও ৪৮ ঘণ্টা৷ শুক্রবার ও শনিবার ভারি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে৷ ফলে নামবে তাপমাত্রার পারদ৷ বর্ষার মরশুমেও সূর্যের প্রখর রোদে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল, তা থেকে সাময়িক স্বস্তি মিলবে৷ পাশাপাশি, উত্তরবঙ্গে তুলনামূলক ভাবে কমবে বৃষ্টির পরিমাণ৷

[ আরও পড়ুন: মৃত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর মূত্রত্যাগ শিশুর! চাঞ্চল্য তেহট্টে ]

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷ সেক্ষেত্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের শুক্রবার সন্ধ্যার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে৷ দিঘা, মন্দারমনি, শংকরপুরের মতো সমুদ্র তীরবর্তী অঞ্চলে জারি হয়েছে সতর্কতা৷ পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে৷ চলছে মাইকিং৷ প্রসঙ্গত, আগেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর৷ সেমতোই উত্তরে যখন বৃষ্টির পরিমাণ কমেছে, তখন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গেরও বেশকিছু এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কোথাও কোথাও চলেছে ঝোড়ো হাওয়া৷ শুক্রবার সকালেও একই রকমের মেঘলা আকাশ রয়েছে৷ কখনও ঝিরঝিরে বা কখনও মুশলধারায় বৃষ্টি হচ্ছে৷ এই ধরনের আবহাওয়াই বজায় থাকবে আগামী আরও এক বা দু’দিন৷ ফলে উইক এন্ডে শহরবাসী স্বস্তি পাবে বলে মত আবহাওয়াবিদদের৷

Advertisement

[ আরও পড়ুন: স্কুলের পোশাকে খাবার চুরি, হাতেনাতে ধরা পড়ল ৬ খুদে ] 

হাওয়া অফিস থেকে পাওয়া সদ্য প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, পয়লা জুন পর্যন্ত এ রাজ্যে বৃষ্টির ঘাটতি ৩১ শতাংশ৷ উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হলেও, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা-সহ ১৩টি জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে ৫৪ শতাংশ। যার প্রভাব পড়ছে খাদ্যশস্য উৎপাদনে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ঘাটতির পরিমাণ যথাক্রমে হুগলীতে ৫০ শতাংশ, হাওড়ায় ৮১ শতাংশ, বর্ধমানে ৫৩ শতাংশ, উত্তর ২৪ পরগনাতে ৬৫ শতাংশ, দক্ষিণ চব্বিশ পরগনায় ৫৯ শতাংশ, নদিয়ায় ৪৯ শতাংশ ও মুর্শিদাবাদে ৪৭ শতাংশ। দিল্লির মৌসম ভবন সূত্রে খবর, কেবল এ রাজ্যেই বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা, মধ্যপ্রদেশেও বৃষ্টির ঘাটতি চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ