Advertisement
Advertisement

Breaking News

Raksha Bandhan Visva-Bharati University

রাখি পূর্ণিমায় বিশ্বভারতীতে TMC’র মিছিল, উপাচার্যের ঘরের সামনে অনুষ্ঠানের হুঁশিয়ারি অনুব্রতর

TMC'র মিছিলের প্রতিবাদে সরব বিজেপি।

Raksha Bandhan: TMC arranges a rally in Visva-Bharati University । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 22, 2021 12:41 pm
  • Updated:August 22, 2021 4:06 pm

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva-Bharati University) ‘খেলা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর হুঁশিয়ারির কয়েকদিনের মধ্যেই রাখিবন্ধন উপলক্ষে বিশ্বভারতীতে মিছিল করল তৃণমূল। বাজল খোল, খঞ্জনি। এবার উপাচার্যের ঘরের সামনে অনুষ্ঠান হবে বলেও তোপ দাগেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। চলতি বছর বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে রাখিবন্ধন অনুষ্ঠানের কোনও উদ্যোগ দেখা যায়নি। তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

রবিবার সকালে বোলপুর (Bolpur) পুরসভার ২ নম্বর ওয়ার্ড কমিটির তরফে বিশ্বভারতীতে মিছিল করা হয়। মিছিলে রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেন্দ্রনাথ সরকার-সহ তৃণমূল নেতারা পা মেলান। বিশ্বভারতীর প্রাক্তনীদের পাশাপাশি বেশ কয়েকজন বর্তমান ছাত্রছাত্রীও মিছিলে অংশ নেন। মিছিলের প্রথম সারিতে থাকা তৃণমূল নেতা-কর্মীদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিংহের ছবি দেওয়া পোস্টারও দেখা যায়। শান্তিনিকেতনের রতনপল্লিতে শুরু হওয়া মিছিল উপাসনা গৃহের সামনেও যায়। এরপরই অনুব্রত মণ্ডল দাবি করেন, “রাজ্য সরকারের রাস্তার উপর তৃণমূল মিছিল করেছে। এবার উপাচার্যের ঘরের সামনে তৃণমূল অনুষ্ঠান করবে।”

Advertisement

[আরও পড়ুন: নাইট ক্লাব থেকে মহিলাদের ডেকে মাঠ এবং ড্রেসিংরুমেই উদ্দাম যৌনতা, তোলপাড় ফুটবল বিশ্ব]

সম্প্রতি বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) শান্তিনিকেতনে সরকারি কর্মসূচিতে যোগ দেন। সেই সময় তাঁর সঙ্গে বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা-সহ বহু বিজেপি নেতা-কর্মীকে দেখা যায়। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। কালো ছিলেন বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোটবেলায় তাঁর মা কোলে নিতেন না বলেই দাবি করেন তিনি। সুভাষ সরকারের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এদিকে, বিজেপি নেতা-কর্মীদের সরকারি অনুষ্ঠানে ভিড় জমানোর ঘটনার তীব্র বিরোধিতা করে শাসকদল তৃণমূল। অনুব্রত মণ্ডল সরাসরি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তোপ দাগেন। তিনি বিশ্বভারতীকে বিজেপির আখড়া বানিয়ে ফেলেছেন বলে অভিযোগ করেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এবার থেকে বিশ্বভারতীতে ঢুকে রাজনীতি করারও হুঁশিয়ারি দেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।

Advertisement

তারপরই বিশ্বভারতীতে মিছিল করতে দেখা গেল ঘাসফুল শিবির (TMC)। ইতিহাসে সম্ভবত এই প্রথমবার বিশ্বভারতীতে এমন ঘটনা ঘটল। তবে উল্লেখ্যযোগ্যভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের বিশ্বভারতীতেই চলতি বছর কর্তৃপক্ষের তরফে রাখিবন্ধন অনুষ্ঠানের কোনও উদ্যোগ দেখা যায়নি। তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ