Advertisement
Advertisement

Breaking News

Exam

প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল, পাশের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর

পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় প্রকাশিত ফল।

Results of Madrasa and High Madrasa published | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 30, 2022 1:03 pm
  • Updated:May 30, 2022 7:41 pm

দীপঙ্কর মণ্ডল: পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল। প্রথম স্থানে মালদহের ছাত্রী সারিফা খাতুন। শুধু তাই নয়, প্রথম দশের ৬ পড়ুয়াই মালদহের। তবে পাশের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

Advertisement

Advertisement

করোনার প্রকোপ কমতেই চলতি বছরে অফলাইনে হয়েছে হাই মাদ্রাসার পরীক্ষা। ২১ মার্চ শেষ হয়েছিল পরীক্ষা। সোমবার ৩০ এপ্রিল অর্থাৎ পরীক্ষা শেষের ঠিক ৪০ দিনের মাথায় প্রকাশিত হল হাই মাদ্রাসার ফল। এদিন মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন ফল ঘোষণা করেন। চলতি বছরে পাশের হার ৮৭.০২ শতাংশ। প্রথম স্থানে মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৮৬। দ্বিতীয় হয়েছেন ইমরানা আফরোজ। তিনি পেয়েছেন ৭৭৫।  তৃতীয় স্থানে মহম্মদ ওয়াকিল আনসারি । তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৩। 

[আরও পড়ুন: শিক্ষকের সঙ্গে বেড়াতে গিয়ে বিপত্তি, বকখালির সমুদ্রে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের]

মাদ্রাসা পর্ষদের তরফে জানানো হয়েছে, চলতি বছরে ছাত্রীদের পাশের হার ৮৬.৭৪ শতাংশ। ছাত্ররা পাশ করেছেন ৮৭.৬০ শতাংশ।  আজ অর্থাৎ সোমবার বেলা সাড়ে বারোটা থেকে মাদ্রাসায় দেওয়া হবে রেজাল্ট। তবে পরীক্ষার্থীরা অনলাইনেও জেনে নিতে পারবেন রেজাল্ট। wbbme.org, wbresults.nic.in ও exametc.com এই তিনটি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়া এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন আপনি। 

চলতি বছরে পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকলেও প্রথম দশে স্থান করে নিয়েছেন মূলত মালদহ ও মুর্শিদাবাদের পড়ুয়ারাই। উল্লেখ্য, গত বছরের তুলনায় চলতি বছরে বেশ খানিকটা কমেছে পাশের হার। ২০২১ সালে পাশ করেছিলেন ১০০ শতাংশ পড়ুয়া। এবছর তা কমে হয়েছে ৮৭.০২ শতাংশ। তবে পরিসংখ্যান অনুযায়ী এবার বেশ খানিকটা বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। 

[আরও পড়ুন: মমতার বিকল্প দিতে পারেনি বিজেপি, বিধানসভা ভোটে হারের জন্য ফের দলকেই দুষলেন দিলীপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ