Advertisement
Advertisement
CBI

‘CBI মিথ্যেবাদী’, বিস্ফোরক অভয়ার বাবা-মা, প্রশ্ন শীর্ষ আদালতের ভূমিকা নিয়েও

নিরাশ কন্ঠে অভয়ার বাবা বললেন, "সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, তা ভালোভাবে বুঝে গিয়েছি।"

RG Kar victim's parents blame CBI now
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 10, 2024 9:12 pm
  • Updated:December 10, 2024 9:18 pm  

অর্ণব দাস, বারাকপুর: ‘সিবিআই মিথ্যেবাদী’,  বিস্ফোরক অভয়ার বাবা-মা। মঙ্গলবারের শুনানিতে রীতিমতো হতাশ তাঁরা। নিরাশ কন্ঠে অভয়ার বাবা বললেন, “সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, তা ভালোভাবে বুঝে গিয়েছি।”

মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল আর জি কর মামলার শুনানি। আদালতে কী হয় স্বাভাবিকভাবেই নজর ছিল অভয়ার বাবা-মায়ের। কিন্তু শুনানি শেষে একরাশ হতাশা প্রকাশ করলেন তাঁরা। নিহত চিকিৎসকের বাবা বললেন, “সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোভাবেই বুঝে গিয়েছি।” সিবিআইকে নিশানা করে বললেন, “কোর্টে দাঁড়িয়ে এতসহজে মিথ্যা কথা বলা যায়, সেটা দেখে আশ্চর্য হচ্ছি। মিথ্যার উপর দাঁড়িয়ে সবটা হচ্ছে। সিবিআই কোর্টে বলছে, সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু আমরা তদন্তের ব্যাপারে কিছুই জানি না।” তিনি আরও বলেন, “সিবিআই আমাদের বলেছিল, কথা বলে চার্জশিট জমা দেবে। কিন্তু আমরা জানিও না যে শিয়ালদহ কোর্টে চার্জশিট জমা পড়ে গিয়েছে। ক’দিন ধরে মেসেজে জানতে চাইছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে, সেটাও জানাচ্ছে না। গোটা প্রক্রিয়া নিয়ে আমরা ধোঁয়াশায় আছি।”

Advertisement

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। এই সংক্রান্ত মামলা স্বতঃপ্রণোদিতভাবেই শুনবে বলে জানায় সুপ্রিম কোর্ট। এত দিন এই মামলার শুনানি হত প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। তিনি অবসর নেওয়ার পর মঙ্গলবার প্রথম এই মামলা শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। তাঁর বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার। খুন এবং ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়া ছাড়াও এদিনের শুনানিতে আরজিকরের আর্থিক দুর্নীতি, ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রসঙ্গও উঠেছে। পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ হবে বলেই ঠিক হয়েছে। শুনানি আরও চার মাস পিছিয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন অভয়ারও মা-ও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement