Advertisement
Advertisement

Breaking News

রিকশা-টোটোর দ্বৈরথে আত্মঘাতী রিকশাচালক

রিকশা ও টোটো দ্বৈরথে নয়া মোড়৷

Rikshaw or toto, tussle took life of rikshaw puller
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2016 9:48 am
  • Updated:June 7, 2016 9:48 am

স্টাফ রিপোর্টার: রিকশা ও টোটো দ্বৈরথে নয়া মোড়৷
বাঁকুড়া শহরে এক রিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু এই সংঘাতে অন্য মাত্রা যোগ করল৷ শ্যাম দে নামে ওই ব্যক্তি অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ শহরের রিকশাচালকদের৷ টোটোর দাপটে অন্য অনেকের মতো শ্যাম দে-ও যাত্রী পাচ্ছিলেন৷ ফলে সংসারে অভাব বাড়তে শুরু করেছিল৷ সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন, এই দাবি তুলে সোমবার বাঁকুড়া শহরের পথে নামলেন রিকশাচালকরা৷ টোটো বন্ধেরও দাবি উঠল সেই মিছিল থেকে৷ সঙ্গে হুঁশিয়ারি, টোটো বন্ধ না হলে এই ধরনের ঘটনা ফের ঘটতে পারে৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বছর পঞ্চাশের ওই রিকশাওয়ালা শ্যাম দে-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহরে৷ শ্যামবাবুর বাড়িতে জড়ো হন বহু রিকশাওয়ালা৷ পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ তবে শ্যাম দে-র পরিবারের তরফে এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি৷ ঘটনার আকস্মিকতায় সকলেই বাকরুদ্ধ৷ শোকে প্রত্যেকেই ভেঙে পড়েছেন৷
কিন্তু শ্যাম দে-র মৃত্যুকে সামনে রেখে সোমবার আন্দোলনে নেমে পড়েন রিকশাচালকরা৷ ফলে ঘটনার সঙ্গে সঙ্গেই ফের তেড়েফুঁড়ে আন্দোলনে নামলেন রিকশাচালকরা৷ সোমবার রিকশাচালক ইউনিয়নের সম্পাদক শিবু মালাকারের অভিযোগ, আর্থিক অনটনের চাপে পড়ে আত্মহত্যা করেছেন শ্যাম দে৷ তাই সোমবার শতাধিক রিকশাচালক বাঁকুড়া শহরে মিছিল করেন৷ তাঁদের দাবি, অবিলম্বে টোটো বন্ধ করতে হবে৷ টোটোর দৌরাত্ম্যে রিকশাচালকদের যাত্রী হচ্ছে না৷ তার জেরে সংসারে অনটন তৈরি হচ্ছে৷ সেই যন্ত্রণাই শ্যাম দে-র জীবনে চরম বিপদ ডেকে আনল৷ কিন্তু এর পরও পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ধরনের ঘটনা আবারও ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিবু মালাকার৷ প্রসঙ্গত, বাঁকুড়া শহরে বেশ কিছুদিন ধরেই টোটো-রিকশা দ্বৈরথ চলছে৷ টোটো চালকদের দাপটে রিকশাওয়ালারা কোনঠাসা৷ দ্রুততর যান পেয়ে যাত্রীরাও বেশি ব্যবহার করছে টোটো৷ ফলে রুজিতে টান পড়ছে রিকশাওয়ালাদের৷ অন্যদিকে সুযোগবুঝে সরকার নির্ধারিত রুটকে তোয়াক্কা না করে শহর জুড়ে টোটোচালকদের দৌরাত্ম্য শুরু হয়েছে বলে অভিযোগ৷ এই পরিস্থিতিতে দু’পক্ষই প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়েছে৷ কয়েকদিনের মধ্যেও প্রশাসনের তরফে এ নিয়ে বৈঠকও করার কথা৷ কিন্তু তার আগে শ্যাম দে-র মৃত্যু গোটা ঘটনায় অন্য মাত্রা যোগ করল৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ