Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তা-সেতুর কাজ তদারকিতে পূর্তমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আচমকা রাস্তা-সেতুর কাজ পরিদর্শনে রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস৷ হাসিমারায় প্রশাসনিক বৈঠক শেষ হতেই মঙ্গলবার বিকেলে ‘সারপ্রাইজ ভিজিটে’ বেরিয়ে পড়েন তিনি৷

road and bridge work on progress after CM's Instruction
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 12:44 pm
  • Updated:June 23, 2022 7:09 pm

ব্রতীন দাস, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আচমকা রাস্তা-সেতুর কাজ পরিদর্শনে রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস৷ হাসিমারায় প্রশাসনিক বৈঠক শেষ হতেই মঙ্গলবার বিকেলে ‘সারপ্রাইজ ভিজিটে’ বেরিয়ে পড়েন তিনি৷ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে চলা পূর্ত দফতরের একাধিক প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন৷ পরিদর্শন করেন এশিয়ান হাইওয়ে ৪৮-এর কাজও৷ কোনও কাজেই ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে দফতরের আধিকারিকদের সাফ জানিয়ে দেন মন্ত্রী৷ একইসঙ্গে কাজের গুণমান নিয়েও কোনওভাবেই আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি৷ কয়েকটি জায়গার কাজ দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন পূর্তমন্ত্রী৷

এদিন আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে পূর্ত দফতরের কাজকর্ম নিয়ে আলোচনার সময় কয়েকটি কাজে ঢিলেমির অভিযোগ ওঠে৷ টাকার কোনও অভাব রাখা হচ্ছে না৷ তাহলে কাজে ঢিলেমি কেন? ফলে এটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে বৈঠকে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ দেখা যায়, রাস্তা তৈরির কাজে উত্তরবঙ্গের বিভিন্ন নদীবাহিত যে সাদা পাথর ব্যবহার করা হচ্ছে, তা খুবই ভঙ্গুর৷ ফলে টেকসই হচ্ছে না রাস্তা৷

Advertisement

আলিপুরদুয়ারে উড়ালপুলের কাজ চলছে৷ ওই কাজটি কেমন চলছে, কী সমস্যা রয়েছে তা জেনে কাজ শেষের সময়ও বেঁধে দেন অরূপ বিশ্বাস৷ এরপর তিনি চলে আসেন আলিপুরদুয়ারে প্রশাসনিক ভবনের কাজ দেখতে৷ রাজ্যের ৩৬টি দফতরকে এক ছাতার তলায় এনে কাজের লক্ষ্যে রাজ্যে মডেল হিসাবে গড়ে উঠছে ওই প্রশাসনিক ভবন৷ এর পর এশিয়ান হাইওয়ে ৪৮-এর কাজ খতিয়ে দেখেন মন্ত্রী৷ ভুটানের থিম্পু থেকে বাংলাদেশ পর্যন্ত ৯০৫ কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে৷ ডুয়ার্স ও কোচবিহারের উপর দিয়ে যাচ্ছে রাস্তাটি৷ সেখানেও সাদা পাথর ব্যবহার করা হচ্ছে৷ ফলে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ