রমণী বিশ্বাস, তেহট্ট: গভীর রাতে সোনার দোকানে দুঃসাহসিক চুরি! শাটার ভাঙার পর দোকান ঘরে ঢুকে ভল্ট ভেঙে সোনা ও টাকা চুরি করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্ট থানার দেবনাথপুর বাজারে। জানা গিয়েছে, নগদ ৭০ হাজার টাকা-সহ ১০ লক্ষের সোনা ও রুপোর অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাওয়ার সময় তারা সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ।
ওই দোকানের মালিক শুভদীপ সরকারের অভিযোগ, মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান, বুধবার দোকান বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখেন পাশের দেওয়ালের শাটার ভাঙা। দোকানের ভিতরের ভল্টের সামনের অংশ ভেঙে আলাদা জায়গায় রাখা রয়েছে। দোকানের সমস্ত জিনিসপত্র এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভল্ট কেটে ও ড্রয়ার ভেঙে চুরি হয়ে গিয়েছে সমস্ত জিনিসপত্র। দোকান মালিকের দাবি , সোনা-রুপোর গয়না ও টাকা-সহ ১০ লক্ষ টাকা খোয়া গিয়েছে। ঘটনায় দোকানের ভিতরে লাগানো সিসিটিভির হার্ড ডিস্ক নিয়েও পালিয়েছে দুষ্কৃতীরা।
স্থানীয় বাজারের ব্যবসায়ী দিলীপ সরকার বলেন, এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার এই এলাকায় চুরির ঘটনা ঘটেছে। বাজারে বারবার চুরির ঘটনা আতঙ্কিত ব্যবসায়ীরা। কে বা কারা এই চুরির ঘটনা ঘটাচ্ছে তা এখনও পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, চুরি যাওয়া সোনার গয়নাগুলো বিয়ে বাড়ির বায়না অনুযায়ী করা হয়েছিল। এখন সেই সমস্ত ব্যক্তিদের হাতে কিভাবে অলংকার তুলে দেবেন সেই ভেবেই মাথায় হাত পড়েছে শুভদীপবাবুর। পুলিশ জানিয়েছে, আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতীদেরগ্রেপ্তার করে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.