Advertisement
Advertisement
Saokat Molla

ISF কর্মীদের ‘জিনা হারাম’ করে দেওয়ার হুঁশিয়ারি! ফের বিতর্কে শওকত মোল্লা

পালটা কী বলল আইএসএফ?

Saokat Molla slams ISF, Controversy started | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 14, 2024 6:57 pm
  • Updated:January 14, 2024 6:59 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: আইএসএফ কর্মীদের ‘জিনা হারাম’ করে দেওয়ার হুঁশিয়ারি। ফের বিতর্কে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ের বিভিন্ন প্রান্তের আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা থেকে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই গণ্ডগোল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক শওকত মোল্লা। বললেন, “গান্ধীবাদী হলে হবে না। জবাব দিতে হবে।” নাম না করে আইএসএফ কর্মীদের ‘জিনা হারাম’ করে দেওয়ার হুঁশিয়ারি দেন শওকত। এর পর তিনি আরও বলেন, ‘‘রাজনৈতিক লড়াইয়ে দু-এক জন খুন হলেও শত্রুর সঙ্গে এক ইঞ্চিও সমঝোতা করব না।’’ এখানেই থামেননি তৃণমূল বিধায়ক। তাঁর সংযোজন, ‘‘প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তা হলে তাঁদের শাস্তি এখানকার জনগণের থেকে পেতে হবে। বোদরা এলাকায় ‘জিনা হারাম’ করে দেব! দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি।’’

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ, শব্দ তাণ্ডব থামাতে গিয়ে জুটল মার]

শওকতের এই মন্তব্যের প্রেক্ষিতে আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, ‘‘রাজনীতি করতে এসে খুনোখুনি কেন করতে হবে? মানুষের যাকে পছন্দ তাকেই বেছে নেবে। আর শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভাবে ভোট হলে ভাঙড়ের মাটিতে তৃণমূল বলে কিছু থাকবে না।’’ তাঁর সংযোজন, ‘‘রক্তারক্তি না হলে ভাঙড়ের মাটিতে তৃণমূল থাকতে পারবে না। তাই আগে থেকে ভয় পেয়ে শওকত মোল্লারা এ সব বলছেন।’’

Advertisement

[আরও পড়ুন: হতাশ না গর্বিত? অস্ট্রেলিয়ার কাছে হেরে কী বললেন ইগর স্টিমাচ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ