BREAKING NEWS

১১ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ভোট পরবর্তী হিংসা: পরিস্থিতি খতিয়ে দেখতে এবার রাজ্যে জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধিরা

Published by: Paramita Paul |    Posted: May 13, 2021 11:55 am|    Updated: May 13, 2021 11:55 am

SC rights panel's member coming to Bengal to enquire Post Poll Violence| Sangbad Pratidin

ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র সরকার। অভিযোগ উঠছে, রাজ্যে দলিতদের বিরুদ্ধে হিংসা চলছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবারে জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধিরা আসছেন রাজ্যে। সূত্রের খবর, এদিন তাঁরা বর্ধমানের একাধিক গ্রামে যাবেন। দক্ষিণ ২৪ পরগনারও বিভিন্ন অঞ্চলে যাবেন তাঁরা। কথা বলতে পারেন স্থানীয়দের\ সঙ্গে।

প্রসঙ্গত, জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দলের সফর বাতিল করতে অনুরোধ করেছিল রাজ্য। কোভিড পরিস্থিতি এবং প্রোটোকল উল্লেখ করে এই সফর বাতিল করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই কথা কানে তুললেন না তাঁরা। সূত্রের খবর, এই প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান বিজয় সাম্পলা, ভাইস চেয়ারম্যান অরুণ হালদারও।

[আরও পড়ুন: খাস কলকাতায় রেমডেসিভিরের কালোবাজারি, ধৃত ৩, উদ্ধার প্রচুর ওষুধ]

দুদিন রাজ্যে থাকবেন তাঁরা। আজ বর্ধমানের বিস্তির্ এলাকা পরিদর্শন করবে প্রতিনিধি দল। পরে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় যাওয়ার কথা রয়েছে তাঁদের। শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রের সঙ্গে বৈঠক করারও কতা রয়েছে তাঁদের। কোথায় সেই বৈঠক হবে, তা এখনও জানা যায়নি। ওয়াকিবহাল মহল বলছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একাহর রাজ্য-কেন্দ্রের মধ্যে চাপানউতোর তৈরি হচ্ছে।

উল্লেখ্য, তৃতীয়বার বাংলায় তৃণমূল ক্ষমতায় ফিরতেই ফের তুঙ্গে উঠেছে কেন্দ্র-রাজ্য সংঘাত। ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে ইতিমধ্যে মুখ্যসচিবকে দু’বার  চিঠি পাঠিয়েছে অমিত শাহের মন্ত্রক। বুধবারই রাজ্যকে এ নিয়ে সতর্ক করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উপযুক্ত জবাব না পেলে কড়া পদক্ষেপ করবেন বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা। এই সতর্কবার্তার পর ২৪ ঘণ্টার মধ্যে বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। বিভিন্ন এলাকা ঘুরে দেখেছিলেন তাঁরা।

এবার সরাসরি  দলিত তথা তফসিলি সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। যদিও ইতিপূর্বে কলকাতা হাই কোর্টে রাজ্য জানিয়ে দিয়েছিল, ৯ মে-র পর রাজ্যে কোনওরকম হিংসার ঘটনা ঘটেনি। 

[আরও পড়ুন: ‘সংবিধান মেনেই কাজ করছি’, শীতলকুচি সফরের আগে মুখ্যমন্ত্রীকে কড়া জবাব রাজ্যপালের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে