প্রতীকী ছবি।
শাহজাদ হোসেন, ফরাক্কা: চোর সন্দেহে এক স্কুল পড়ুয়াকে মারধর। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে সামশেরগঞ্জ থানার শুলিতলা রণক্ষেত্রের চেহারা নেয়। চলে দেদার বোমাবাজিও। ছোড়া হয় ইটও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সামশেরগঞ্জের গোবিন্দপুরে বোনের বাড়ি থেকে শুলিতলার দক্ষিণপাড়ায় নিজের বাড়িতে আসছিল স্কুল পড়ুয়া নাইম শেখ। অভিযোগ, শুলিতলা পূর্বপাড়া দিয়ে আসার পথে নাইমকে চোর সন্দেহে ধাওয়া করে কয়েকজন স্থানীয় বাসিন্দা। তখনই তাকে মারধর করা হয়। তার পরেই এলাকার ট্রান্সফরমার বন্ধ করে ফেলে ইট-পাটকেল ছোড়া হয়। বোমাবাজিও চলে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ। কাঞ্চনতলা পঞ্চায়েতের উপপ্রধান সামিরুল হকের বিরুদ্ধে অভিযোগ করেন আক্রান্ত যুবক নাইম শেখ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাঞ্চনতলা পঞ্চায়েতের উপপ্রধান সামিরুল হক । পালটা আক্রান্তকে ‘সমাজ বিরোধী’ বলে আক্রমণ করেছেন তিনি। আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির নেতৃত্বে এলাকায় অশান্তি করা হয়েছে বলেও অভিযোগ করেন। পালটা আনোয়ার হোসেনের দাবি, “নাইম শেখকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। বোনের বাড়ি থেকে আসার পথেই চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে। নিজেরাই আলো নিভিয়ে বোমাবাজি করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.