স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্যে ১০ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষা শুরু হচ্ছে। এবার মাধ্যমিকে ৯ লক্ষ ৮৪ হাজার ৯৫৩ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্রী ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন, ছাত্র ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন। দমদমে ওয়েবকুপার এক অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করে বার্তা দেন।
বলেন, “মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আনন্দ করে উৎসবের মেজাজে সবাই পরীক্ষা দাও।” একইসঙ্গে তিনি জানান, প্রশ্নফাঁস রুখতে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রশাসন বেশ কয়েকটি পদক্ষেপ করেছে। অন্য দিকে মাদ্রাসার ৬৫ হাজার ২ জন পরীক্ষায় বসতে চলেছে। দুটো পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ থেকে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য নির্ধারিত। পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। সোমবার শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সময় কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট থাকবে না। পরীক্ষা চলাকালীন যদি পাওয়া যায় তা হলে তার পরীক্ষা বাতিল হবে। গত বছর ৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল।
পরীক্ষার্থীদের চেকিং শিক্ষকরাই করবেন। পরীক্ষা শুরু হওয়ার আগে শেষবার ঘোষণা করে জানিয়ে দেবেন, যদি তাদের কাছে ইলেকট্রনিক গেজেট থাকে তা হলে যেন জমা দিয়ে দেয়। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিন সকাল সাড়ে নটা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে। ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ৪২৩ জন কাস্টডিয়ান থাকছেন। তাঁদের কাছে প্রশ্নপত্র চলে গিয়েছে। অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের দুটি করে ফোন দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলে দ্রুত তাঁরা ফোনে পর্ষদকে জানাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.