Advertisement
Advertisement

Breaking News

শিক্ষামন্ত্রীকে জাতীয় দলে খেলার সুযোগ করে দিন, সৌরভকে অভিনব আবদার SFI-এর

সিএবি সভাপতিকে মেল পাঠিয়েছে বাম ছাত্র-যুব সংগঠন৷

SFI write a letter to CAB
Published by: Sayani Sen
  • Posted:February 20, 2019 4:39 pm
  • Updated:February 20, 2019 5:10 pm

ক্ষীরোদ ভট্টাচার্য: অন্যান্য বছরের মতো নানা নিরাপত্তা নেওয়া হয়েছিল৷ নিয়মের বজ্র আঁটুনি এবারের মাধ্যমিকে হয়ে গিয়েছে ফস্কা গেরো৷ পরপর ছদিন ফাঁস হয়ে গিয়েছে মাধ্যমিকের প্রশ্নপত্র৷ কারও কারও দাবি, সপ্তম দিনেও প্রশ্ন ফাঁসের ধারা বজায় রইল৷ এদিন পরীক্ষা শুরুর মাত্র দশ মিনিটের মধ্যেই ফাঁস হয়ে যায় জীবনবিজ্ঞান প্রশ্নপত্র৷ যদিও পর্ষদ বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছে৷ মাধ্যমিকের প্রশ্নফাঁসের এই ট্রেন্ডই এখন টক অফ দ্য টাউন৷ শুধু যে নেটিজেনরা তাই নয়, এই ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরাও৷ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে নাকি যুবরাজের ছ’বলে ছয় মারার রেকর্ডও ভেঙে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷

[রুটিন মেনেই ফাঁস, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের বিকল্প সেটের প্রশ্ন]

জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা, তাই সারা বছর ধরে কতই না প্রস্তুতি৷ মধ্যশিক্ষা পর্ষদেরও তোড়জোড়ের শেষ নেই৷ প্রশ্নফাঁস রুখতে কতই না নিয়মকানুন৷ কিন্তু এ কী! মঙ্গলবার পরীক্ষা শুরুর পর থেকে বারবারই প্রমাণিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত নিয়মকানুনই মিথ্যে৷ প্রথম দিন থেকেই একের পর এক ফাঁস হয়ে গিয়েছে প্রত্যেকটি প্রশ্নপত্র৷ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হয়ে যাবে আর পর্ষদ কোনও ব্যবস্থা না নিয়ে হাত গুটিয়ে বসে থাকবে, তা তো হতে পারে না৷ তাই সিআইডি তদন্ত, সিট গঠন, ধরপাকড় সব কিছুই করা হয়৷ তাতেও কাজের কাজ কিছুই হয়নি৷ বরং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল৷ পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঢুকতে শুরু করে একের পর এক ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র৷ এরপর পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা৷ তবে তা সত্ত্বেও প্রশ্নফাঁস রুখতে কার্যত ‘ব্যর্থ’ পর্ষদ৷ সপ্তম দিনেও ফাঁস হয়ে গিয়েছে জীবনবিজ্ঞানের বিকল্প প্রশ্নপত্র৷ যদিও পর্ষদের তরফে সপ্তম দিনে প্রশ্নফাঁসের কথা স্বীকার করা হয়নি৷ কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাওয়া ওই প্রশ্নপত্র আদতে কী, সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি পর্ষদ৷  

Advertisement

[ডুয়ার্সে পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর]

পর্ষদের এমন ব্যর্থতা যে সমালোচিত হবে, তা বলার অপেক্ষা রাখে না৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা৷ প্রশ্নফাঁসকে হাতিয়ার করে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলিও৷ প্রাক্তন ভারত অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি চিঠি মেল করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি৷ রসিকতা করে তাঁরা চিঠিতে লিখেছেন, সাতদিনে সাতটি প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে নাকি তাবড় তাবড় ক্রিকেটারদের রেকর্ড ভেঙে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ অসামান্য প্রতিভার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এবার খেলাধূলোর প্রতি মনোনিবেশ করা উচিত বলেও কটাক্ষের সুর তাদের গলায়৷

Advertisement

[‘অস্তিত্বহীন’ সন্তান নিয়ে স্বামীর বিরুদ্ধে মিথ্যে মামলা, বিপাকে বধূ]

MP-LETTER

এখানেই শেষ নয়৷ সাতদিন ধরে প্রশ্নফাঁসের ধারা বজায় রাখার জন্য সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে গিয়ে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্যরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ