Advertisement
Advertisement

Breaking News

Malda

এবার ভারত-বাংলাদেশ সীমান্তে চলল গুলি! উত্তপ্ত মালদহের খুটাদহ

কাঁটাতার নিয়ে বিএসএফ-বিজিবি সংঘাতের আবহে ফের উত্তেজনা। মালদহের হবিবপুর ব্লকের খুটাদহ সীমান্তে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্র ও বেশ কিছু গরু উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা।

Shots fired at India-Bangladesh border at Malda
Published by: Sucheta Sengupta
  • Posted:January 10, 2025 10:01 pm
  • Updated:January 10, 2025 10:15 pm  

বাবুল হক, মালদহ: কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে সম্পর্কের টানাপড়েনের মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্তে চলল গুলি! মালদহের হবিবপুর ব্লকের খুটাদহ সীমান্তের ঘটনা। অভিযোগ, এবার সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালাল গরু পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশের দুষ্কৃতীরা। পাচার রুখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তৎপর হতেই ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা বিএসএফকে আক্রমণ করে। আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থল থেকে বেশ কিছু গরু উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা।

এনিয়ে শুক্রবার সকালে নতুন করে উত্তেজনা তৈরি হয় মালদহের খুটাদহ সীমান্তে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা। পাচারকারীদের হামলা ঠেকাতে বাধ্য হয়ে গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কুয়াশার মধ্যে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। ওই জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। গরু পাচারের ঘটনাটি নজরে আসে টহলরত জওয়ানদের। অভিযোগ, বিএসএফের বাধা উপেক্ষা করেই একদল পাচারকারী আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে গরু পাচারের চেষ্ট করছিল। বিএসএফ জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে। সেই সময় বাধ্য হয়ে কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছোড়ে। তাতেই পালিয়ে যায় পাচারকারীরা। ঘটনাস্থল থেকে বিএসএফ ১০টি হরিয়ানা প্রজাতির ষাঁড় উদ্ধার করে।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারকারী দলটির মধ্যে তিন থেকে চারজন ছিল। পাচারকারীরা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেখানে ছেড়ে যায় গরুগুলি। এমনকি ঘটনাস্থল থেকে বিএসএফ তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। বর্তমানে উদ্ধার হওয়া গরুগুলি বিএসএফের হেফাজতে রয়েছে। এনিয়ে মালদহের হবিবপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে বিএসএফ কর্তৃপক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement