Advertisement
Advertisement

নেতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সরকারি গাড়ি ও নিরাপত্তা ছাড়লেন সিদ্দিকুল্লা

অনুগামীদের জন্য টিকিটের ব্যবস্থা করতে না পেরেই এমন সিদ্ধান্ত?

Siddiqullah Chowdhury left the government car with anger against the tmc leader
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2018 9:23 pm
  • Updated:April 11, 2018 12:25 am

ধীমান রায়, কাটোয়া: নিজের অনুগামীদের জন্য টিকিটের ব্যবস্থা করতে না পেরে এবার  দলের বিরুদ্ধেই পালটা চাপ বাড়ালেন রাজ্যের গ্রন্থাগার বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি৷ শোনা যাচ্ছে, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে গাড়ি ও নিরাপত্তারক্ষী ছাড়লেন সিদ্দিকুল্লা৷

[প্রার্থী ভেবে সরকারি কর্মচারীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল]

অভিযোগ, এবারের পঞ্চায়েত নির্বাচনে মন্ত্রী সিদ্দিকুল্লাকে ব্রাত্য রেখে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের টিকিট বিলি করেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা৷ নিজের অনুগামীদের জন্য টিকিটের ব্যবস্থা করতে না পারায় চূড়ান্ত ক্ষুব্ধ হন তিনি৷ টিকিট বণ্টন নিয়ে আলোচনারও প্রস্তাব দেন মন্ত্রী৷ অভিযোগ, সেই প্রস্তাব উড়িয়ে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা মঙ্গলকোট ব্লকের মোট ১৫টি গ্রাম পঞ্চায়েতের ১৮৯টি আসনের মধ্যে মাত্র ৩০টি আসন মন্ত্রীর অনুগামীদের দেওয়া হবে বলে জানিয়ে দেন৷ ওই প্রস্তাবে সম্মতি না দিয়ে মন্ত্রীর তরফে মাত্র দু’টি গ্রাম পঞ্চায়েত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়৷ কিন্তু, সেই প্রস্তাবও নাকচ করে দেন অনুব্রত ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতা।

Advertisement

[দুই বোনের জন্য একই জামা বাবার, পছন্দ না হওয়ায় আত্মঘাতী বড় মেয়ে]

দলের অনুগামীদের জন্য পঞ্চায়েতের টিকিট জোগাড় করতে না পারায় ঘনিষ্ঠ মহলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি৷ দলের একাংশের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে সরকারি গাড়ি  ও নিরাপত্তারক্ষী ছাড়ার সিদ্ধান্ত নেন সিদ্দিকুল্লা চৌধুরি৷ কিন্তু, পঞ্চায়েত নির্বাচনের মুখে কেন এমন সিদ্ধান্ত নিলেন গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী? রাগঢাক না করে এদিন তিনি সাফ জানিয়ে দেন, নির্বাচনী বিধির কারণেই তিনি সরকারি গাড়ি ছেড়ে দিয়েছেন৷ তবে নির্বাচন কমিশনের নিয়ম বলছে, কোনও নেতা-মন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়ে বা নির্বাচনী এলাকায় সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না৷ তবে, নির্বাচনী কেন্দ্রের বাইরে সরকারি গাড়ি ব্যবহার না করার বিষয়ে কিছুই ভাঙতে চাননি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ