Advertisement
Advertisement

Breaking News

মদের আসরে রক্তারক্তি কাণ্ড, ব্যাংক কর্মীদের বিরুদ্ধে থানায় বাড়ির মালিক

অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

Siliguri: Colleague clashes with each other in liquor party
Published by: Shammi Ara Huda
  • Posted:September 9, 2018 2:56 pm
  • Updated:September 9, 2018 2:56 pm

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: মদের আসরে বচসার জেরে রক্তারক্তি কাণ্ড। এই ঘটনায় পাঁচ ব্যাংককর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বাড়ির মালিক। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার চারজনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হায়দার পাড়া এলাকায়।

জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেকেই স্থানীয় আইসিআইসিআই ব্যাংকের কর্মী। তাঁরা একত্রে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। হায়দার পাড়ার প্রদীপ চৌধুরির বাড়িতেই তাঁদের অস্থায়ী বাসস্থান। অভিযোগ, গতকাল রাতে পাঁচজনই আকণ্ঠ মদ্যপানের পর হইহল্লা শুরু করে। কোনও একটি ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। সেই বচসা থেকে হাতাহাতি। মদের বোতল ভেঙেই পরস্পর পরস্পরকে আক্রমণ করে। এর জেরে গুরুতর আহত হয়ে পাঁচজনই চেঁচামেচি শুরু করে। চিৎকারে অতিষ্ঠ হয়ে থানায় খবর দেন বাড়ির মালিক। দরজা খুলে আহতদের উদ্ধার করে ভক্তিনগর হাসপাতালে ভরতি করা হয়েছে। পাঁচজনের মধ্যে দু’জনের অবস্থা কাল রাতে গুরুতর থাকলেও একজন এখন ভাল আছে। সকালেই বাড়ির মালিক অভিযোগ দায়ের করলে চারজনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। তবে কী কারণে ঝামেলা বেধেছিল তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের এদিন জলপাইগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

Advertisement
রক্তে ভেসে যাচ্ছে মেঝে।

[ফের উত্তপ্ত বিশ্বভারতী, উপাচার্যের ঘরের সামনে ধরনা পড়ুয়াদের]

বাড়ির মালিক জানিয়েছেন, ব্যাংক কর্মীদের কারও বাড়ি কলকাতায়, কারওর বা শিলংয়ে। দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে রয়েছে তারা। ঘটনার দিন রাতে রক্তারক্তি কাণ্ডের খবর পেয়ে হাসপাতালে আসেন ব্যাংকের ম্যানেজার ও সহকর্মীরা। তবে সংবাদ মাধ্যমের সামনে তাঁরা মুখ খুলতে রাজি হননি। এদিকে রাতে ওই বাড়িতে ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়েন সংবাদমাধ্যমের কর্মীরা। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।

Advertisement

[ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ, কলকাতায় বজায় থাকবে অস্বস্তির গরম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ