Advertisement
Advertisement
Sisir Adhikari

‘শুভেন্দু মারলে বাঁচবে না কেউ’, মমতার চোট নিয়ে বিতর্কিত মন্তব্য শিশিরের, পালটা সরব তৃণমূল

নির্বাচন কমিশনকে শিশিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ঘাসফুল শিবিরের।

Sisir Adhikari made controversial remark on Mamata Banerjee's injury, TMC slams

(বাঁদিকে) শিশির অধিকারী এবং (ডানদিকে) মমতা বন্দ্যোপাধ্যায়

Published by: Sayani Sen
  • Posted:March 18, 2024 1:27 pm
  • Updated:March 18, 2024 3:07 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: ছেলে শুভেন্দু অধিকারীর দেখানো পথেই যেন হাঁটলেন তাঁর বাবা! মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে বিতর্কিত মন্তব্য পূর্ব মেদিনীপুরের কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীর। ভোটের আগে মমতার আহত হওয়ার প্রসঙ্গ টেনে শিশিরের (Sisir Adhikari) দাবি, বিধানসভা নির্বাচনের আগে বিরুলিয়ায় যদি সত্যি শুভেন্দুর হামলায় মমতা জখম হয়ে থাকেন, তাহলে তিনি বাঁচতেনই না। বর্ষীয়ান সাংসদের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতায় সরব তৃণমূল। নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি ঘাসফুল শিবিরের।

খাতায় কলমে এখনও তৃণমূল সাংসদ তিনি। তবে রবিবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর হয়ে রামনগর ২ নম্বর ব্লকে নির্বাচনী সভায় যোগ দেন শিশির অধিকারী। সেই সভা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে কাঁথির সাংসদ কটাক্ষ করেন। বলেন, “ভোট (Lok Sabha Election 2024) এলেই অঙ্গে আঘাত হয়। বিধানসভা ভোটের আগে বললেন নন্দীগ্রামের বিরুলিয়াতে পায়ে মেরে দিল শুভেন্দু। শুভেন্দু মারলে বাঁচবে না কেউ। সেটা আমরা চোখে দেখেছি নন্দীগ্রামে।” এর আগে মুখ্যমন্ত্রীর চোট প্রসঙ্গে ব্যঙ্গ করে নিন্দার মুখে পড়েন শুভেন্দু অধিকারী। এবার তাঁর বাবার মন্তব্যেও সমালোচনার ঝড়।

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দুকে ভোট প্রচারে অনুমতি নয়! ‘খলিস্তানি’ মন্তব্যের প্রতিবাদে কমিশনে চিঠি শিখ সংগঠনের]

শিশির অধিকারীর এমন বিদ্রূপের জোরাল প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। ছেলের মতোই বাবার আচরণ বলেই কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। X হ্যান্ডেলে ওই বক্তব্যের ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে ট্যাগ করে তৃণমূল। শিশির অধিকারীর এহেন আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। 

Advertisement

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একডালিয়ায় অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পর ঘরেই পড়ে যান মুখ্যমন্ত্রী। কপাল ফেটে যায় তাঁর। X হ্যান্ডেলে মমতার জখম অবস্থার ছবি পোস্ট করে তৃণমূল। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হয়। বর্তমানে সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: আইফোন অর্ডার করে হেনস্তার শিকার! ক্রেতাকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে Flipkart]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ