Advertisement
Advertisement

কোর্ট চত্বরে আক্রান্ত সুশান্ত ঘোষ

কোর্ট চত্বরেই আক্রান্ত হলেন কঙ্কাল-কাণ্ডের অভিযুক্ত সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ৷

Skeleton recovery case: CPI(M) MLA Susanta Ghosh attacked in coart
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2016 2:35 pm
  • Updated:May 26, 2016 2:35 pm  

নিজস্ব সংবাদদাতা: কোর্ট চত্বরেই আক্রান্ত হলেন কঙ্কাল-কাণ্ডের অভিযুক্ত সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ৷ বৃহস্পতিবার সকালে মেদিনীপুর জেলা আদালত চত্বরে দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ড মামলায় হাজিরা দিতে আসেন সুশান্তবাবু৷ তখন আচমকাই তাঁকে ঘুসি মারেন নিহত রাজু সিংয়ের বাবা মনোরঞ্জন সিং৷ সুশান্তবাবুর উদ্দেশে অকথ্য গালিগালাজও করেন তিনি৷ সঙ্গে সঙ্গেই পুলিশ সুশান্তবাবুকে সরিয়ে নিয়ে যায়৷ আটক করে জিজ্ঞাসাবাদ করে মনোরঞ্জন সিংকে৷

মনোরঞ্জনের অভিযোগ, তাঁর ছেলের খুনের পিছনে রয়েছেন এই সুশান্তবাবুই৷ নিজের হাতেই তিনি সুশান্তকে মেরে ফেলতে চান৷ আদালত চত্বরেই চিৎকার করে একথা বলতে থাকেন মনোরঞ্জন৷ এদিন শুনানি শুরুর আগেই সুশান্ত ঘোষ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন৷ ওই ভিড়ের মধ্যেই ছিলেন মনোরঞ্জন সিং৷ আচমকাই মনোরঞ্জন ঘুসি চালিয়ে দেন সুশান্তবাবুকে লক্ষ্য করে৷ সুশান্তবাবু অবশ্য তাঁকে ঠেকানোর চেষ্টা করেন৷ এরপরই সুশান্তবাবু বিচারকের এজলাসে শুনানির জন্য ঢুকে যান৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement