Advertisement
Advertisement
Deganga

মাটি পাচারে বন্ধ ইটভাটা, তিন ফসলি জমিতে জোর করে ভেড়ি! দেগঙ্গায় সক্রিয় ‘মাফিয়ারাজ’

গ্রামবাসীদের অভিযোগ জানানো হয়েছে বিএলআরও-কে। তাঁর তদন্ত রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে, জানালেন বিডিও।

Soil and farmlands allegedly smuggled at Deganga, local people protest
Published by: Sucheta Sengupta
  • Posted:January 24, 2025 10:02 pm
  • Updated:January 24, 2025 10:07 pm  

অর্ণব দাস, বারাসত: মাটি কেটে কেটে বন্ধ হয়ে গিয়েছে দেগঙ্গার দোগাছিয়া গ্রামের ৪৫ বছরের পুরনো একটি ইটভাটা। তা ছিল প্রায় ৩০ বিঘা জমির উপর। এই অভিযোগে পুলিশ ও বিডিওর কাছে নালিশ জানিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু কোনও সুরাহা না মেলায় শেষে কৃষি ও শিল্প বাঁচাও কমিটি গঠন করেছেন গ্রামবাসীরা। শুক্রবার এই কমিটির তরফে দোগাছিয়া প্রাথমিক স্কুলের সামনে প্রতিবাদ সভা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটভাটায় গ্রামের কমবেশি ৭০জনের জমি রয়েছে, কাজ করতেন প্রায় তিনশো জন শ্রমিক। নিয়ম মেনে প্রতি বছর লিজ নিয়ে ইটভাটার মালিক পরিবর্তন হত। অভিযোগ, বর্তমান মালিক ইটভাটার জমি থেকে মাটি কেটে পাচার করছে। এর প্রতিবাদ করতে গিয়ে জমির মালিক ও শ্রমিকদের হুমকির মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি মাটি মাফিয়ারা রাতের অন্ধকারে গ্রামের তিন ফসলি জমির মাটি কেটে জোর করে কৃষিজমিতেই ভেড়ি তৈরি করছে বলেও অভিযোগ।

Advertisement

এক কৃষিজমির মালিক মহম্মদ হজরত মণ্ডল বলেন, “কৃষিজমির মালিকদের ভয় দেখিয়ে মাটি কেটে মেছো ভেড়ি করে দেওয়া হচ্ছে। জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে।” এর প্রতিবাদে শুক্রবার সভার করে কৃষি ও শিল্প বাঁচাও কমিটি। সভায় উপস্থিত ইটভাটার জমির মালিক বিশ্বনাথ দে-র দাবি, “ইটভাটার জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচার করা হচ্ছে। জমির চরিত্র বদল হয়ে যাচ্ছে। এদিকে জমির মালিক থেকে শ্রমিকরা টাকা পাচ্ছেন না। এরই প্রতিবাদে আমরা গ্রামবাসীরা সভা করেছি।” এই প্রসঙ্গে দেগঙ্গার বিডিও ফাহিম আলমের বক্তব্য, “অভিযোগ পেয়ে বিএলআরও-কে জানানো হয়েছে। বিএলআরও-র তরফে তদন্ত করে রিপোর্ট পাঠানোর পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement