BREAKING NEWS

৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

গালিগালাজের প্রতিবাদ ঘিরে TMC-BJP সংঘর্ষ, গ্রেপ্তার নৈহাটির পুরপ্রধান ছেলে

Published by: Paramita Paul |    Posted: March 16, 2023 1:41 pm|    Updated: March 16, 2023 1:42 pm

Son of Naihati chairman arrested over TMC BJP clash | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

অর্ণব দাস, বারাকপুর: বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার নৈহাটির পুরপ্রধানের ছেলে। গুরুতর জখম বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে নদিয়া জুট মিলের গেস্ট হাউস সংলগ্ন এলাকায় দু’পক্ষের মধ্যে অশান্তি বাঁধে। আহত হয় পাঁচ-ছ’জন। তৃণমূলের দাবি, বিজেপি কর্মী চেয়ারম্যানের ছেলেকে গালিগালাজ করছিলেন। প্রতিবাদ করায় অশান্তি বাঁধে। তা সংঘর্ষের চেহারা নেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী সৌমেন সরকারকে গুরুতর আহত অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভরতি করা হয়েছে। নৈহাটি পুরসভার চেয়ারম্যানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়ের হাতেও আঘাত লেগেছে। তাঁকেও প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তাঁর বাইক ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুরপ্রধানের ছেলেই এদিন দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ বিজেপির।

[আরও পড়ুন: নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার! মত নোবেল কমিটির শীর্ষকর্তার]

যদিও অভিযোগ অস্বীকার করে পুরপ্রধান চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, “অভিজিৎরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিল। সেই সময় এই বিজেপির কয়েকজন গালিগালাজ করে অভিজিৎকে মারধর করে।”

দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গতকাল বিজেপির কর্মী সৌমেন সরকারকে মারধরের ঘটনায় পুলিশ পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার অভিযুক্তকে পাঠানো হলো বারাকপুর মহকুমা আদালতে।

[আরও পড়ুন: বাড়ির বউ চাকরি করবে কেন? ইন্টারভিউ দিতে যাওয়ার পথে বউমার মাথা থেঁতলে দিল শ্বশুর]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে