Advertisement
Advertisement
SSC-Nirmal Maji

‘দিদির উপর ভরসা রাখলেই হত’, এসএসসি আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য নির্মল মাজির

পরিস্থিতির জন্য আন্দোলনকারীদেরই পরোক্ষে দায়ী করলেন তৃণমূল বিধায়ক, শুনে নিন বক্তব্য।

SSC Aspirants should have trusted Mamata Banerjee, says TMC MLA Nirmal Maji | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 13, 2022 8:29 pm
  • Updated:November 13, 2022 8:37 pm

অর্ক দে, বর্ধমান: এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) নির্মল মাজি। রবিবার বর্ধমানে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন। চাকরিপ্রার্থীরা মুখমন্ত্রীর উপর, সরকারের উপর আস্থা রাখলে তাঁদের সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তাঁরা বামপন্থী আইনজীবী, প্রাক্তন মেয়রের কথায় মামলা করেছেন। তাই বিষয়টি এখন আর সরকারের হাতে নেই। যা করার কোর্ট করবে।”

রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান (East Burdwan) শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্ধমান মেডিক্যাল কলেজে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূল বিধায়ক নির্মল মাজি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার-সহ অন্যান্যরা। আন্দোলনকারীদের উপর রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলেন, “আন্দোলনকারীরা পুলিশকে ইঁট ছুড়ছে, পাথর, বোমা ছুঁড়ছে। তা সত্ত্বেও পুলিশ কোনও গুলি চালায়নি। বামফ্রন্টের সময় পুলিশ কথায় কথায় গুলি চালাত। তৃণমূল সরকারের আমলে পুলিশ অনেক সহনশীল।”

Advertisement

[আরও পড়ুন: আদিবাসী আবেগে চড়ছে রাজনীতির পাল্লা! মুখ্যমন্ত্রীর সভার দিনেই ঝাড়গ্রামে কর্মসূচি সুকান্তর]

সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে সরকারের বিরোধিতা নিয়ে নির্মল মাজি বলেন, ”আন্দোলনকারীদের বিভিন্নভাবে উসকানি দেওয়া হচ্ছে। যারা গণতান্ত্রিক পথে আন্দোলন করছেন, তাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ কোনও গুলি চালায়নি।” এরপর পঞ্চায়েত ভোটের লড়াই নিয়ে নির্মল মাজির বক্তব্য, “গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচনে জয়লাভ করবে তৃণমূল। ত্রিস্তরীয় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণকর প্রকল্পগুলিকে সামনে রেখে লড়াই করতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা বিজেপি কর্মীকে ‘মার’, হাসপাতালে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর]

এসএসসি, টেট আন্দোলন নিয়ে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী কটাক্ষ করেছেন। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এবার সেই তালিকায় যুক্ত হলেন বহু বিতর্কের নায়ক বিধায়ক নির্মল মাজি। তাঁর স্পষ্ট বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখলে চাকরি নিয়ে সমস্যা হতো না। তার বদলে আন্দোলনকারীরা যে পথ বেছে নিলেন, তাতেই জট বাড়ল আরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ