Advertisement
Advertisement

Breaking News

প্রকাশিত হল SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণির প্যানেল

প্যানেল প্রকাশিত হওয়ার পরই সমস্যা দেখা দেয়।

SSC final panel announced today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2017 3:07 pm
  • Updated:September 22, 2019 1:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্যানেল প্রকাশিত হল সোমবার। কমিশন সূত্রে খবর, প্যানেলে মোট ৫৭১২ জনের নাম রয়েছে। বাকিদের নাম প্রকাশ করা হয় ওয়েটিং লিস্টে। একাদশ ও দ্বাদশে শূন্যপদের সংখ্যা ছিল ৬ হাজার ২৯৬। শূন্যপদ পূরণের জন্য পরীক্ষা হয়েছিল গত বছরেরই ৪ ডিসেম্বর। পরীক্ষায় বসেছিলেন প্রায় ১ লক্ষ ৫৩ হাজার পরীক্ষার্থী। তারপর ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হল প্রার্থীদের। সেই চূড়ান্ত তালিকাই এদিন প্রকাশিত হল কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। চূড়ান্ত তালিকায় নাম থাকা কেউ যদি চাকরিতে যোগ না দেন, সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে নাম বেছে নেওয়া হবে।

[ডেঙ্গুতে আক্রান্ত স্নেহাশিসের অবস্থার আরও অবনতি, উদ্বিগ্ন চিকিৎসকরা]

কিন্তু প্যানেল প্রকাশিত হওয়ার পরই সমস্যা দেখা দেয়। যে ওয়েবসাইটে চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয়েছে তা বেশ খানিকক্ষণ সঠিকভাবে কাজ করছিল না। ফলে জেলায় জেলায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। কোনওভাবেই চূড়ান্ত তালিকা মিলিয়ে দেখা সম্ভব হচ্ছিল না। তবে প্যানেল দেখতে যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য তৎপর কমিশন।

Advertisement

[ঘুমিয়ে নিরাপত্তারক্ষী, কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি কারখানায়]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ