Advertisement
Advertisement
Burdwan

অদম্য মনের জোর, বর্ধমানে স্যালাইনের নল হাতে হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা অঙ্কনার

পরীক্ষার হলেই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিল ওই ছাত্রী।

student give Madhyamik examination from hospital in Burdwan

হাসপাতালেই পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:February 15, 2025 4:18 pm
  • Updated:February 15, 2025 4:18 pm  

অর্ক দে, বর্ধমান: এক হাতে স্যালাইনের নল গোঁজা। অন্য হাতে মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী। শনিবার এই ঘটনাই দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুর হাসপাতালে। অসুস্থতা দূরে সরিয়ে এভাবে পরীক্ষা দেওয়ায় ছাত্রীকে বাহবা দিয়েছেন চিকিৎসক, নার্স থেকে শিক্ষকরা।

ঘটনাটি জামালপুরের সেলিমাবাদ উচ্চবিদ্যালয়ের। ওই স্কুলে পর্বতপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের সিট পড়েছে। আজ শনিবার ছিল অঙ্ক পরীক্ষা। অঙ্কনা সাঁতরা নামে এক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে পৌঁছে গিয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সে অসুস্থ হয়ে জ্ঞান হারায়। প্রাথমিক শুশ্রুষার পরও তাঁর জ্ঞান না ফেরায় দুশ্চিন্তা বাড়ে। স্কুলের শিক্ষক এবং প্রশাসনের সহযোগিতায় নিয়ে আসা হয় জামালপুর হাসপাতালে। সেখানে উপস্থিত হন জামালপুরের ব্লক উন্নয়ন আধিকারিকও।

Advertisement

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফেরে ওই পরীক্ষার্থীর। এদিকে বেশ কিছুটা সময় পরীক্ষার অতিক্রান্ত। এদিকে পরীক্ষা দেওয়ার জেদ ছাড়েনি ওই ছাত্রী। হাতে স্যালাইন দেওয়া হলেও প্রবল মনের জোরে পরীক্ষা দিতে বার বার অনুরোধ করে সে। শেষপর্যন্ত প্রশাসনের সম্মতিতে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। হাসপাতালের বেডে বসেই সে অঙ্ক পরীক্ষা দেয়। পরীক্ষা মন্দ হয়নি বলেও জানা গিয়েছে। ওই ছাত্রীর পরিবার জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অঙ্কনা অসুস্থ ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ছাত্রী প্রাথমিক অসুস্থতা কাটিয়ে উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement