ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তেজনার মাঝে ফের অঘটন। হস্টেল থেকে ফের উদ্ধার ছাত্রের দেহ। দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তিনি। বৃহস্পতিবার বয়েজ হস্টেলের ৪ তলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু হল ওই কলেজ ছাত্রের তা খতিয়ে দেখছে নিউ টাউনশিপ থানার পুলিশ।
মৃত ওই পড়ুয়ার নাম সৌরভ কুমার। তিনি বিহারের ভাগলপুরের বাসিন্দা। কম্পিউটার সায়েন্স ও ডিজাইনে তৃতীয় বর্ষের পড়ুয়া তিনি। গত ২২ আগস্ট শেষবার কলেজ চত্বরে দেখা গিয়েছিল তাঁকে। এরপর বৃহস্পতিবার বয়েজ হস্টেলের চারতলার ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। ছাত্রদের মারফত দুঃসংবাদ প্রথমে হস্টেল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়। এরপর খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশও ঘটনাস্থলে আসে। ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ওই ছাত্রের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার নেপথ্যেও কী ব়্যাগিংয়ের কোনও যোগসূত্র রয়েছে, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। ইতিমধ্যেই ছাত্রের পরিবারকেও খবর পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর আসল কারণের খোঁজে তাঁর সহ আবাসিক এবং পরিজনদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.