Advertisement
Advertisement

শীতের রাতে ডুয়ার্সের জঙ্গলে উষ্ণতা ছড়ালেন সানি, দেখুন ভিডিও

অনুষ্ঠান ঘিরে বিতর্ক তুঙ্গে।

Sunny Leone in Dooars
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 21, 2019 11:56 am
  • Updated:January 21, 2019 12:20 pm

অরূপ বসাক, মালবাজার: এ রাজ্যে চুপিসারে অনুষ্ঠান করে গেলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। গরুমারা অভয়ারণ্যের খুব কাছেই একটি রিসর্টে সেই অনুষ্ঠান ঘিরে বিতর্ক তুঙ্গে ডুয়ার্সে। ক্ষুদ্ধ পরিবেশপ্রেমীরা। এদিকে অনুষ্ঠানে সানি লিওনের নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[ ‘ভূত’ তাড়াতে এসে ধর্ষণ তান্ত্রিকের, সংজ্ঞাহীন ছাত্রী]

Advertisement

বিলাসবহুল রিসর্টে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের হাতছানি। শীতের মরশুমে ডুয়ার্সের বিভিন্ন রিসর্টে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। পোয়াবারো রিসর্ট মালিকদের। তবে শুধু থাকা কিংবা খাওয়াদাওয়া নয়, শীতের রাতে পর্যটকদের মনোরঞ্জনের জন্য বেসরকারি রিসর্টে থাকে গান-বাজনার এলাহি আয়োজনও। শনিবার রাতে মালবাজারে মেটেলিতে গরুমারা অভয়ারণ্য লাগোয়া একটি বেসরকারি রিসর্টে জমজমাট জলসার আয়োজন করেছিল কর্তৃপক্ষ। জলসায় হাজির ছিলেন বলি অভিনেত্রী সানি লিওন। ছিলের মীর-সহ আরও অনেক তারকা। শীতের রাতে জমজমাট অনুষ্ঠান, বলা ভাল সানি লিওনকে দেখতে ভিড় জমিয়েছিলেন উৎসাহী মানুষেরা। দর্শকদের হতাশ করেননি অভিনেত্রীও। রাত দশটা পর্যন্ত তারস্বরে ডিজে বাজিয়ে চলে অনুষ্ঠান।

Advertisement

এদিকে জঙ্গল লাগোয়া এলাকায় এভাবে জলসার আয়োজন বিতর্ক তুঙ্গে ডুয়ার্সে। রীতমতো ক্ষুদ্ধ পরিবেশপ্রেমীরা। তাঁদের বক্তব্য, রাতে এভাবে ডিজে বাজিয়ে অনুষ্ঠানের জন্য পরিবেশের ক্ষতি হয়েছে, নীরবতা নষ্ট হয়েছে বনাঞ্চলের। তীব্র শব্দে বন্যজন্তুদের উপর কুপ্রভাব পড়েছে। যদিও এ বিষয়ে প্রশাসনের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গিয়েছে। মুখে কুলুপ এঁটেছেন গরুমারা অভয়ারণ্য কর্তৃপক্ষ ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের কর্তারা। তবে প্রশাসনে নজর এড়িয়ে গরুমারা অভয়ারণ্য লাগোয়া মূর্তি নদীর তীরে ওই রিসর্টে রাত দশটা পর্যন্ত কীভাবে অনুষ্ঠান চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

দেখুন ভিডিও:

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ