Advertisement
Advertisement

Breaking News

অধীরকে হটানোর ডাক মানস অনুগামীদের, পথে কংগ্রেস দ্বন্দ্ব

একদিকে প্রতিদিনই দল ছাড়ছেন কংগ্রেসের জনপ্রতিনিধিরা৷ গোদের উপর বিষফোড়া দলের অভ্যন্তরীণ কোন্দল৷ তাও আবার প্রকাশ্যে৷

Supporters of Manas Bhunia want to remove Adhir Chowdhury from Congress
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 12:01 pm
  • Updated:September 12, 2020 12:56 pm

স্টাফ রিপোর্টার: বেশ কিছুদিন ধরে বিদ্রোহটা চলছিলই৷ কিন্তু এবার সরাসরি অধীর হটানোর ডাক দিলেন মানস ভুঁইয়ার অনুগামীরা৷ চাঁচাছোলা ভাষায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ৷ সেইসঙ্গে রাজ্য কংগ্রেসের সব থেকে ‘ব্যর্থ’ সভাপতির তকমা অধীরের গায়ে এঁটে দিল কংগ্রেস নেতৃত্বের একাংশ৷

১৯৯৬ সালের পর এবার বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পায় কংগ্রেস৷ ২০ বছর পর কংগ্রেসের ভাল ফলে অনেকেই আশা করেছিল, এবার হয়তো দলটা ঘুরে দাঁড়াবে৷ কিন্তু সাফল্য যে এত তাড়াতাড়ি হাতছাড়া হবে, তা হয়তো অনেক কংগ্রেস কর্মীরাই আশা করেননি৷ একদিকে প্রতিদিনই দল ছাড়ছেন কংগ্রেসের জনপ্রতিনিধিরা৷ গোদের উপর বিষফোড়া দলের অভ্যন্তরীণ কোন্দল৷ তাও আবার প্রকাশ্যে৷ পিএসি চেয়ারম্যান পদ নিয়ে সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার সঙ্গে দ্বন্দ্ব বেধেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির৷ জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত৷ এবার মানস ভুঁইয়ার অনুগামীরা প্রকাশ্যে দলের বিরুদ্ধে তোপ দাগলেন৷ কনক দেবনাথ, খালিদ ইবাদুল্লা, অজয় ঘোষ, মনোজ পাণ্ডে বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে অধীরের বিরুদ্ধে সরব হন৷ কনক বলেন, “রাজ্য কংগ্রেসের সব থেকে ব্যর্থ সভাপতি অধীর চৌধুরি৷ তাঁর অপসারণ চাইছি৷” এখন ‘কোঠারি সিস্টেম’ রাজ্য কংগ্রেসে চলছে বলে অভিযোগ মানস ঘনিষ্ঠ ওই চার নেতার৷

Advertisement

শুধুমাত্র সাংগঠনিক বিষয় নয়, অধীরের ব্যক্তিগত জীবন নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলে দেন কংগ্রেস নেতারা৷ তাঁদের অভিযোগ, “অধীর চৌধুরি নয়, অতসী চট্টোপাধ্যায় নামে এক মহিলার অঙ্গুলিহীলনে কংগ্রেস চলছে৷” বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারের খরচবাবদ যে টাকা এআইসিসি পাঠিয়েছিল, তা সব প্রার্থীদের সমানভাবে দেওয়া হয়নি বলে অধীরের বিরুদ্ধে অভিযোগ কনক, খালিদ, অজয়, মনোজদের৷ আবার কংগ্রেসের মধ্যে থাকা বিদ্রোহী নেতারা প্রকাশ্যে এও বলেছেন, দলে যে অবস্থা চলছে, তাতে সাধারণ কর্মী থেকে জনপ্রতিনিধিরা দল ছাড়তে বাধ্য হচ্ছেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ