Advertisement
Advertisement
Suvendu Adhikari

‘বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে’, বিধায়ককে হাসপাতালে দেখে বললেন শুভেন্দু

রিষড়ায় অশান্তির ঘটনায় আক্রান্ত দলীয় বিধায়ককে হাসপাতালে দেখতে যান শুভেন্দু, সুকান্ত।

Suvendu Adhikari met BJP MLA at hospital, slams Rishra incident | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 3, 2023 12:39 pm
  • Updated:April 3, 2023 12:51 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: রিষড়ায় রামনবমীর মিছিলে হামলার জেরে আক্রান্ত বিজেপি (BJP) বিধায়ককে দেখতে কোন্নগরের হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর সেখানে গিয়ে তাঁরা রাজ্যের সামগ্রিক পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে কখনও বাংলাদেশ, পাকিস্তান, কখনও আবার কাশ্মীরের তুলনা টানলেন। শুভেন্দুর কথায়, ”রামনবমীর মিছিলে বারবার হামলা হচ্ছে। আমাদের বিধায়ক, কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এ তো সনাতন ধর্মের উপর হামলা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মানুষ গণতান্ত্রিকভাবে উৎখাত না করলে পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে বলে মনে করি।” আর সুকান্ত বললেন, ”কাশ্মীরে যেভাবে ভারতীয় সুরক্ষা বাহিনীর উপর পাথর নিক্ষেপ হয়, এখানেও তেমন চলছে।”

রবিবার সন্ধেবেলা রিষড়ার ৫ নং ওয়ার্ড এলাকায় রামনবমীর (Ram Navami)মিছিল চলাকালীন হামলা চলে বলে অভিযোগ। ইটবৃষ্টি, কাচের বোতল ছোঁড়া হয় মিছিলকারীদের উদ্দেশে। মিছিলে হাঁটছিলেন দিলীপ ঘোষ। হামলার পরপরই নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। হামলা জেরে আহত হন পুরশুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA) বিমান ঘোষ। জেলা সাংগঠনিক সভাপতি মোহন আদকের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিধায়ককে কোন্নগরের হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকেই তিনি পরিস্থিতির কথা জানিয়ে রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠান।

Advertisement

[আরও পড়ুন: শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় তরুণী, দেখে তাজ্জব যাত্রীরা! ভিডিও ভাইরাল]

সোমবার সকালে বিধায়ককে দেখতে হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর বক্তব্য, ”আমরা বিশ্বাস করি, নিজধর্মের প্রতি আস্থা ও পরধর্মে শ্রদ্ধাশীল হওয়ায়। কিন্তু শিবপুর, ডালখোলা, রিষড়ায় যা যা ঘটল, তাতে বোঝা যাচ্ছে, হিন্দু সনাতন ধর্মের প্রতি কোনও শ্রদ্ধা নেই এই সরকারের। পুলিশ অশান্তির সময়েও দাঁড়িয়ে সব দেখছিল। নইলে কেন উলটে মিছিলকারীদেরই ধরা হবে? মিছিলে তো কোনও বিজেপির পতাকা ছিল না। তাহলে কেন বিজেপির উপর দোষারোপ করা হচ্ছে?”

Advertisement

[আরও পড়ুন: ‘দু’টো বিয়ে করব’, বেনারসি পরেই থানায় তাণ্ডব নববধূর! ভাইরাল ভিডিও]

এ প্রসঙ্গেই বিরোধী দলনেতার মুখে শোনা গেল দু’টি নাম – সাকির আলি এবং জাহিদ হাসান খান। এঁরা দু’জনই রিষড়ার তৃণমূল (TMC) নেতা বলে পরিচিত। শুভেন্দুর অভিযোগ, এরাই পরিকল্পনা করে রামনবমীর মিছিলে হামলা ঘটিয়েছে। শুভেন্দু সেখান থেকে ফেরার পর হাসপাতালে যান সুকান্ত মজুমদার। তিনি আবার কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন পশ্চিমবঙ্গের পরিস্থিতির। বললেন, ”কাশ্মীরে সেনাবাহিনীর উপর যেভাবে পাথর হামলা হতো, এখানেও সেটাই চলছে। এবার মানুষের ভাবার সময় এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কেমন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ