Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

জলপাইগুড়ি মেডিক্যালে বিক্ষোভের মুখে শুভেন্দু, বাধা সত্ত্বেও দুর্যোগে আহতদের সঙ্গে দেখা

আহতদের সঙ্গে দেখা করার পর দুর্যোগ বিধ্বস্ত এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari met injured in Jalpaiguri storm

জলপাইগুড়ি মেডিক্যালে শুভেন্দু অধিকারী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 1, 2024 2:43 pm
  • Updated:April 1, 2024 3:47 pm

শান্তনু কর, জলপাইগুড়ি: প্রাকৃতিক দুর্যোগে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জলপাইগুড়ি(Jalpaiguri) মেডিক্যালে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যদিও সেসবকে পাত্তা না দিয়েও ভিতরে চলে যান শুভেন্দু। কথা বলেন আহতদের সঙ্গে। 

রবিবার বিকেলের কয়েকমিনিটের ঝড় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা। মৃত ৫। জখম বহু। তাঁরা চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। রবিবার রাতেই আহতদের দেখতে উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সকালে জলপাইগুড়ি যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সকাল থেকে হাসপাতালে ভিড় ছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। এদিন সকালে শুভেন্দু হাসপাতালে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যদিও সেসবকে গুরুত্ব না দিয়েই ভিতরে চলে যান শুভেন্দু।

Advertisement

[আরও পড়ুন: ‘জলপাইগুড়ির বিপর্যস্তদের পাশে দাঁড়ান’, শোকপ্রকাশ করে বিজেপি নেতা-কর্মীদের আর্জি মোদির]

এদিন হাসপাতালে গিয়ে দুর্যোগে আহতদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকলের শারীরিক অবস্থার খোঁজ নেন। আশ্বাস দেন পাশে থাকার। এর পর সেখান থেকে তিনি সোজা চলে যান ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশে। কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। ত্রাণ শিবিরেও যান শুভেন্দু। প্রসঙ্গত, এই দুর্যোগের খবরাখবর নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিজের X হ্যান্ডলে এনিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দুর্গতদের সববরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অমিত শাহ। 

Advertisement

 

[আরও পড়ুন: ‘জমিদার’ কংগ্রেসকে সমর্থন নয়, আসন পেতে অশোক ঘোষের আবেগ হাতিয়ার ফরওয়ার্ড ব্লকের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ