Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

তৃণমূলে থাকাকালীন টাকার বিনিময়ে বিধায়ক কিনেছেন! দাবি শুভেন্দুর, পালটা দিল শাসকদল

বিজেপিতে যেতে আপনি কত নিয়েছেন? প্রশ্ন অভিযুক্ত বিধায়কের।

Suvendu Adhikari slams TMC MLA Kanai Mandal | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 15, 2023 10:39 am
  • Updated:February 15, 2023 10:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাগরদিঘির সভা থেকে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে যোগ দেওয়ার অভিযোগ করলেন তিনি। পালটা শুভেন্দুকে বেইমান বলে তোপ দাগলেন অভিযুক্ত বিধায়ক।

সামনেই সাগরদিঘিতে নির্বাচন। সেই কারণে মঙ্গলবার সেখানে সভা করেন বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শাসকদলকে। সেখান থেকেই নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।  দাবি করলেন, তৃণমূলে থাকাকালীন কানাই মণ্ডলকে দলে নেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। এরপরই নবগ্রামের বিধায়ককে চোর বলে তোপ দেগে তাঁকে সতর্ক করে দেন। বলেন, “আপনার ঠিকুজি-কুষ্ঠি কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে রয়েছে।” বিজেপি বিধায়কের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: ২২ বছরেই থমকে গেল জীবনযুদ্ধ, দুর্ঘটনায় মৃত্যু বিশেষ ক্ষমতা সম্পন্ন ইউটিউবারের]

যদিও শুভেন্দু অধিকারীর মন্তব্যের পালটা দিয়েছেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল। তিনি শুভেন্দু অধিকারীকে বেইমান বলে তোপ দাগেন। পালটা দাবি করেন, অর্থের বিনিময়ে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। প্রসঙ্গত , এদিন সাগরদিঘির সভা থেকে শুভেন্দু দাবি করেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফলে মুর্শিদাবাদের তৃণমূলকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপাল-নন্দিনী অচলাবস্থা অব্যাহত, রাজভবনের আধিকারিকদের ‘ক্লাস’ নিলেন পরামর্শদাতারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ